রবিবাসরীয় সকালে কলকাতার রানিকুঠি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম অভিক দে (Avik Dey), তিনি আজাদগড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এদিন সকালে রানিকুঠির (Ranikhuthi) রানিদিঘি থেকে যুবকের দেহ উদ্ধার হয়। তাঁর বাবা জানিয়েছেন, মায়ের মৃত্যুর পর থেকেই গত কয়েক বছর ধরে অভিক হতাশায় ভুগছিলেন। শনিবার রাতে আরসিবি বনাম কলকাতা নাইট রাইডার্স-এর খেলা বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর বন্ধুদের সঙ্গে দেখা করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোন। তিনটি মোবাইল ফোন ঘরেই রেখে যান অভিক। রাতে ফেরেননি, এরপর আজ সকালে রানিদিঘি থেকে তাঁর দেহ উদ্ধার হয়। অস্বাভাবিক মামলার মৃত্যুর মামলার রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

–

–

–

–

–
–

–

–

–

–

–

–

–

–

–
