একদিকে রাজ্যের প্রশাসনিক দায়িত্ব তাঁর কাঁধে। অন্যদিকে রাজ্যবাসীর নিরাপত্তার দায়িত্বও রয়েছে। সব মিলিয়ে এবারের মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ (north Bengal) সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সোমবার উত্তরবঙ্গে রওনা দেওয়ার আগে রাজ্যের প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি চিকেন্স নেকের (Chicken’s Neck) বাসিন্দাদের প্রতি তাঁর দায়িত্বের কথা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তিনদিনের উত্তরবঙ্গ সফরে সোমবার শিলিগুড়ি (Siliguri) পৌঁছেই মুখ্যমন্ত্রী যোগ দেবেন বাণিজ্য সম্মেলনে (Business Synergy)। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রশাসনিক কর্মসূচি নিয়ে এদিন কলকাতা বিমান বন্দরে মুখ্যমন্ত্রী জানান, আজ চেম্বার্সের মিটিং। কাল পরিষেবা প্রদান (public distribution) অনুষ্ঠান। পরশু প্রশাসনিক রিভিউ (administrative review) বৈঠক। এরপর কলকাতা ফিরব। এখানে অনেক কাজ রয়েছে।

প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি সাম্প্রতিক পরিস্থিতিতে কেন্দ্রের সরকার যেভাবে চিকেন্স নেকের নিরাপত্তা নিয়ে জলঘোলা করার চেষ্টা করছে তা নিয়েও যে রাজ্যের প্রশাসন সতর্ক, এদিন তা স্পষ্ট করে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি জানান, শিলিগুড়ির (Siliguri) কাছে চিকেন্স নেক (Chicken’s Neck)। তাই আমার এটাও দায়িত্ব ওখানকার মানুষের খেয়াল রাখা।

–

–

–
–

–

–

–

–

–

–

–
