জল্পনাটা বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত সেটাই হল। ইস্টবেঙ্গলে(Eastbengal) এবার প্যালেস্তাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার মহম্মদ রশিদ(Mohammed Rashid)। আক্রমণ থেকে রক্ষণ দুই পজিশনের অত্যন্ত স্বচ্ছন্দ এই প্যালেস্তাইন ফুটবলার। এবার তাঁকেই দলে তুলে নিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। তাঁকে দলে নেওয়া নিয়ে নাকি এক জটিলতা দেখা দিয়েছিল। শোনা যাচ্ছিল তাঁক আগের ক্লাব নাকি রশিদকে(Mohammed Rashid) ছাড়তে চাইছিল না। কিন্তু শেষপর্যন্ত সমস্ত জটিলতা সরিয়ে এবার এই প্যালেস্তাইনের ফুটবলারকে সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল(Eastbengal)। শোনা যাচ্ছে আগামী এক বছরের জন্যই নাকি তাঁকে সই করানো হয়েছে।

সদ্য শেষ হওয়া আইএসএলে(India Super League) বিশ্রী পারফরম্যান্স দেখিয়েছিল ইস্টবেঙ্গল(Eastbengal)। ৯ নম্বর পজিশনে শেষ করেছিল তারা। আইএসএলের মাঝপথ থেকেই ইস্টবেঙ্গলের পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছিল সমালোচনার ঝড়। সেইসঙ্গে বিদেশি ফুটবলারদের নিয়েও উঠতে শুরু করেছিল প্রশ্ন। প্রতিযোগিতা শেষ হওয়ার পর থেকেই এবারের নড়েচড়ে বসেছিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। এরপর থেকেই ভালো বিদেশি নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছিল।

শেষ মরসুমের বেশিরভাগ বিদেশিদেরই ছেড়ে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের তরফে। থংবোই সিংটো এবং অস্কার ব্রুজোঁই এবারের বিদেশি ফুটবলার বেছে নেওয়ার কাজটা শুরু করেছেন। তাদের পছন্দ মতো ফুটবলারই তুলে নিচ্ছে ইস্টবেঙ্গল। মিগুয়েলের সই পর্ব আগেই মিটে গিয়েছে। এবার প্যালেস্তাইনের মহম্মদ রশিদকেও সই করিয়ে নিল ইস্টবেঙ্গল। আসন্ন মরসুমের জন্য সেরা বিদেশিদের নিয়েই দল গোছাতে চাইছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।

গত মরসুমে মহম্মদ রশিদ(Mohammed Rashid) খেলেছিলেন ইন্দোনেশিয়া-১ লিগে। সেখানে ৩১টি ম্যাচে ৬টি গোল রয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি অ্যাসিস্টও রয়েছে রশিদের। এছাড়া দেশের জার্সিতেও খেলেছেন তিনি। দুই জায়গাতেই ডিফেন্সিভ মিড ফিল্ডারের ভূমিকায় দেখা গিয়েছে এই প্যালেস্তাইন ফুটবলারকে। এবারের ইস্টবেঙ্গলের হয়েও হয়ত এমনই একটা পজিশনে খেলতে দেখা যেতে পারে মহম্মদ রশিদকে। লাল-হলুদ জার্সিতে মাঠে নেমে রশিদ কেমন পারফরম্যান্স করেন সেটাই দেখার।

–

–
–

–
–

–

–

–

–

–

–
