সমস্ত জল্পনার অবসান। ইডেনে নয়, এবারের আইপিএলের ফাইনাল আহমেদাবাদেই। বেশ কয়েকদিন ধরেই এই নিয়ে জল্পনাটা চলছিল। সিএবির তরফে চেষ্টা চালানো হলেও শেষরক্ষা হল না। মঙ্গলবার বৈঠকের পর আহমেদাবাদেই আইপিএল সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত বিসিসিআইয়ের। শুধুমাত্র তাই নয় ইডেনে একটি প্লেঅফ হওয়ার কথা ছিব পূর্ব নির্ধারিক সূচী অনুযায়ী। সেটাও হচ্ছে না। আহমেদাবাদ স্টেডিয়ামেই ফাইনালের পাশাপাশি হবে একটি প্লেঅফের ম্যাচও। বাকি প্লে অফের ম্যাচগুলো হবে চন্ডীগড়ে। এই খবরে কলকাতার ক্রিকেট প্রেমীদের যে খানিকটা হলেও হতাশা বাড়ল তা বলার অপেক্ষা রাখে না।

ভারত-পাক অশান্তির জেরে এক সপ্তাহের জন্য স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। গত ১৭ মে থেকে শুরু হয়েছিল পরিবর্তিত সূচী অনুযায়ী আইপিএল। সেই সময় থেকেই এই জল্পনাটা আরম্ভ হয়ে গিয়েছিল। শোনা যাচ্ছিল ইডেন থেকে নাকি সরে যেতে চলেছে এবারের আইপিএলের ফাইনাল। সেই আশঙ্কাই সত্যি হল এবার।

Destination ▶ Playoffs
🏟 New Chandigarh
🏟 AhmedabadPresenting the 2️⃣ host venues for the #TATAIPL 2025 playoffs 🤩 pic.twitter.com/gpAgSOFuuI
— IndianPremierLeague (@IPL) May 20, 2025
পরিবর্তিত সূচী অনুযায়ী আগামী ৩ জুন আইপিএলের ফাইনাল। সেই সময় কলকাতায় নাকি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। আর সেই কারণেই নাকি ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইডেন গার্ডেন্স থেকে সরে আহমেদাবাদে সরে গেল আইপিএল ফাইনাল। একইসঙ্গে হায়দরাবাদ থেকে সরে যাচ্ছে দুটো প্লেঅফের ম্যাচও। সেই দুটো এলিমিনেটর ও কেয়ালিফায়ার ম্যাচ হবে পঞ্জাবে।

আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার সময় পরিবর্তিত সূচী ঘোষণা হলেও, সেই সময় ফাইনাল এবং প্লেঅফের সূচী ঘোষণা করা হয়নি। তখন থেকেই আভাসটা পাওয়া গিয়েছিল। এবার সেটাই হল।

–

–
–

–
–

–

–

–

–

–

–
