Sunday, November 9, 2025

আগামী ২৪ মে ইংল্যান্ড সফরের জন্য হতে পারে ভারতীয় দল নির্বাচন

Date:

Share post:

আগামী ২৪ মে হতে পারে ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল(Indian Test Team) ঘোষণা। সেইদিনই নতুন অধনিয়াকের নামও ঘোষণা করে দিতে চলেছে বিসিসিআই(BCCI)। মে মাসের শেষ সপ্তাহেই ইংল্যান্ড সফরের(England Series) জন্য ভারতীয় দল ঘোষণার ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল। শেষপর্যন্ত সেটাই হচ্ছে। সবকিছু ঠিকঠাক চললে আগামী ২৪ মে হতে পারে ইংল্যান্ড সিরিজের জন্য দল নির্বাচন(Indian Test Team)। এই মুহূর্তে ভারতীয় দলের অধিনায়ক কে হবেন সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

রোহিত শর্মা(Rohit Sharma) অবসর নেওয়ার পর থেকেই ভারতীয় দলের টেস্ট অধিনায়ক কে হবেন তা নিয়ে নানান জল্পনা শুরু হয়ে গিয়েছে। সেখানেই দুটো নাম সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে। শোনাযাচ্ছে শুভমন গিল(Shubman Gill) এবং জসপ্রীত বুমরাহকে(Jasprit Bumrah) নিয়েই প্রধান আলোচনা চলছে ভারতীয় ক্রিকেট মহলে। তবে শোনা যাচ্ছে শেষ মুহূর্তে নাকি জসপ্রীত বুমরাহ অধিনায়কের দৌড় থেকে নিজের নাম সরিয়ে নিয়েছে। সূত্রের খবর অনুযায়ী তিনি নাকি ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজও পুরোপুরি নাও খেলতে পারেন। কার্যত খানিকটা হলেও হয়ত শুভমন গিলই এগিয়ে থাকছে।

যদিও শেষপর্যন্ত বোর্ডের(BCCI) তরফে কোনওরকম চমক দেওয়া হয় কিনা সেটা নিয়েই চলছে নানান হিসাব নিকাশ। বিরাট কোহলি ও রোহিত শর্মা সরে যাওয়ার পর থেকেই ভারতীয় দলে যে একটা শূন্যতা তৈরি হয়েছে তা বলাই যায়। বিশেষ করে রোহিতের জায়গায় অধিনায়ক কে হবেন এবং বিরাটের জায়গায় কাকে খেলানো হবে। এই নিয়ে সিদ্ধান্তের জন্যই বারবার দল নির্বাচনের তারিখ পিছিয়ে গিয়েছে। এবার শোনাযাচ্ছে শেষপর্যন্ত আগামী ২৪ মে হতে পারে ভারতীয় দল নির্বাচন।

আগামী শনিবার দুপুরের দিকেই একটা সাংবাদিক সম্মেলন করতে পারে বিসিসিআই। সেখান থেকেই নতুন অধিনায়ক সহ টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলও ঘোষণা হতে যেতে চলেছে।

spot_img

Related articles

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...