Thursday, December 25, 2025

IPL: সুকান্তর মিথ্যাচার, তথ্য দিয়ে পর্দাফাঁস শশীর

Date:

Share post:

কলকাতা থেকে আহমেদাবাদে সরে গিয়েছে আইপিএল(IPL) ফাইনাল। বিসিসিআই(BCCI) বিবৃতি দিয়ে সেই কারণও জানিয়েছে দিয়েছে। এরইমাঝে হঠাত্ করে একটি মিথ্যা পোস্ট সুকান্ত মজুমদারের(Sukanta Majumdar)। ম্যাচ বিসিসিআই কেন সরিয়েছে, তা না বুঝেই সোশ্যাল মিডিয়াতে রাজ্য সরকারকে দোষারোপের কাজটা করা শুরু করেছিলেন সুকান্ত। যদিও কিছুক্ষণের মধ্যেই বিজেপি সভাপতির এই মিথ্যাচারের পর্দা ফাঁস করেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা(Shashi Panja)। বিসিসিআই আবহাওয়ার কারণ দেখিয়ে ম্যাচ সরিয়েছে। আর সুকান্ত কোনও কিছু না জেনেই সমালোচনায় নেমে পড়েছিলেন। তাঁকে বিসিসিআইয়ের সেই বিবৃতিটি দিয়েই ভালভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন শশী পাঁজা(Shashi Panja)।

বিসিসিআইয়ের(BCCI) ম্যাচ সরানোর সেই নোটিশ দিয়েই জবাবটা দিয়েছেন শশী পাঁজা। ম্যাচ সরিয়ে নেওয়ার কারণটা যে কী সেটাই ভাল করে বিজেপির রাজ্য সভাপতিকে বুঝিয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। গত মঙ্গলবারই সরকারীভাবে বিবৃতি দিয়ে আইপিএলের ফাইনাল ও একটি প্লেঅফের ম্যাচ ইডেন গার্ডেন্স থেকে সরানোর কথা ঘোষণা করে দিয়েছিল বিসিসিআই।

সেখানে কেন ইডেন থেকে সরানো হচ্ছে সেটাও জানানো হয়েছিল তাদের তরফ থেকে। আগামী ৩ জুন ইডেন গার্ডেন্সে আইপিএলের ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় বৃষ্টির পূর্বাভাস থাকার ফলেই এই ম্যাচ সরানোর ঘোষণা করেছিল বোর্ড। কিন্তু সুকান্ত মজুমদার সেই কথা না জেনেই রাজ্য সরকার এবং প্রশাসনকে দোষারোপ করতে থাকেন। এরপর সোশ্যাল মিডিয়াতে বিসিসিআইয়ের সেই বিবৃতি দিয়ে সুকান্ত মজুমদারকে জবাবটা দিয়েছেন রাজ্যের মন্ত্রী শশা পাঁজা। তিনি লিখেছেন, “সবকিছুকেই একটা রাজনৈতিক আকার দিতে খুবই ভালবাসেন। বিসিসিআইয়ের দেওয়া বিবৃতিটা আপনাকে অপদস্থ হওয়া থেকে বাঁচাতে পারে। তারা কারণ হিসাবে আবহাওয়াকে দেখিয়েছে, কখনোই রাজ্য সরকারকে নয়”।

আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার পর থেকেই ইডেন গার্ডেন্স থেকে ম্যাচ সরে যাওয়ার সম্ভাবনা দেখা গিয়েছিল। শেষপর্যন্ত সেটাই হয়েছে। আইপিএলের ফাইনাল ইডেনের পরিবর্তে এবার হবে আহমেদাবাদে।

spot_img

Related articles

প্রকাশ্য রাস্তায় খুন শিক্ষক, যোগী রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

যোগী রাজ্য উত্তরপ্রদেশে (Uttar pradesh) মর্মান্তিক মৃ্ত্যু স্কুল শিক্ষকের।  হাঁটতে বেরিয়েছিলেন সহকর্মীদের সঙ্গে কিন্তু এর মাঝেই আততায়ীদের গুলিতে...

বাসন্তীতে বিস্ফোরণ, খড়িমাচান এলাকায় বোমা ফেটে গুরুতর জখম ১ শিশু!

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতে খড়িমাচান এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক...

চকচকে ফ্রেমে ফাঁপা কনটেন্ট, হতাশ করল কার্তিক-অনন্যার নতুন বলিউড ছবি 

প্রেমের গল্পে মূল উপাদান প্রেমিক-প্রেমিকার রসায়নের বিশ্বাসযোগ্যতা। কিন্তু গল্পের শুরু থেকেই যদি সেটা 'ভ্যানিশ' হয়ে যায় তাহলে বোধহয়...

বিজেপির গুন্ডাদের হামলায় বাংলার পরিযায়ী শ্রমিক খুন সম্বলপুরে, হত ১, আহত ২

বিজেপি রাজ্যে নৃশংস খুন হলেন বাংলার পরিযায়ী শ্রমিক(Bengal Migrant Workers)। বাংলাদেশি তকমা দিয়ে বাংলার ৩ পরিযায়ী শ্রমিকের উপর...