Monday, August 11, 2025

বালোচ হামলায় নিহত ৪! স্কুলবাসে বিস্ফোরণে পাক নিশানায় ভারত, পাল্টা দিল বিদেশমন্ত্রক

Date:

Share post:

বালোচ জঙ্গিদের নিশানায় এবার পাকিস্তানের স্কুল পড়ুয়ারা। সেনা সম্পর্কিত সব ক্ষেত্রকেই যে বালোচের স্বাধীনতাকামী জঙ্গিরা নিশানা করতে চলেছে, কার্যত এই বার্তাই বুধবারের হামলায় দিতে চেয়েছে বালোচ (Balochistan) জঙ্গিরা। যদিও হামলার পরেই নিজের দেশের সমস্যাকে ভারতের ঘাড়ে ঠেলার চেষ্টা করেছে পাকিস্তানের শাহবাজ (Shahbaz Sharif) সরকার। পাল্টা ভারতের বিদেশ মন্ত্রকের (MEA) তরফে সেই দাবিকে অবান্তর বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার ভোরে পাকিস্তানের বালুচিস্তান (Balochistan) এলাকার দক্ষিণ-পশ্চিমের কুজদার জেলায় জঙ্গি হামলার ঘটনা ঘটে। আর্মি পাবলিক স্কুলের একটি স্কুল বাসে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই স্কুল পড়ুয়া ও বাসের চালক ও সহকারীর। ঘটনার সময়ে বাসটিতে ৪৬ জন স্কুল পড়ুয়া ছিল। বাসটিতে আইইডি (EID) বিস্ফোরণ ঘটানো হয়। ফলে বিস্ফোরণে আহতের সংখ্যা অন্তত ৩৮। সকলেই স্কুল পড়ুয়া।

এই হামলার পরে কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি। তারপরই কার্যত ভারতের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করে পাকিস্তান। ভারতের ছদ্ম নাশকতামূলক হামলাকে এই হামলার জন্য দায়ী করা হয়। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif) দাবি করেন, ভারতের মদতপুষ্ট জঙ্গিরা এই হামলার পিছনে দায়ী। কার্যত বালোচ জঙ্গিদের ভারতের মদতপুষ্ট বলে অভিযোগ করার চেষ্টা চালায় পাকিস্তান।

পাকিস্তানের পক্ষ থেকে এই অভিযোগ তোলার পরই সরব ভারতের বিদেশমন্ত্রক (MEA)। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের পক্ষ থেকে একটি বিবৃতিতে দাবি করা হয়, কুজদারের হামলার সঙ্গে কোনওভাবে ভারত যুক্ত নয়। পাকিস্তানের এই ভিত্তিহীন দাবিকে ভারত সরাসরি নাকচ করছে। এই ধরনের সব হামলায় প্রাণ হারানোদের প্রতি ভারতের সমবেদনা রয়েছে। তবে সন্ত্রাসবাদ সমর্থক হিসাবে পাকিস্তানের প্রতি গোটা বিশ্বের যে মনোভাব, তাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই চেষ্টা জারি রেখেছে তারা। সব আভ্যন্তরীণ বিষয়ে ভারতকে দায়ী করা পাকিস্তানের দ্বিতীয় পন্থা হয়ে দাঁড়িয়েছে।

spot_img

Related articles

ক্যাট কুমার! এবার বিড়ালের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বিহারে

কুকুর, ট্র্যাক্টর সেসব এখন অতীত। এবার বিড়ালের নামে বাসিন্দা শংসাপত্রের আবেদন করা হল বিহারে। আবেদনকারীর নাম 'ক্যাট কুমার'...

লোক কম মানে কাজ হচ্ছে: পাড়ায় সমাধান ক্যাম্প নিয়ে বিতর্ক মিটিয়ে জানালেন CPI কাউন্সিলর

অভিযোগ ছিল, ৯২ নম্বর ওয়ার্ডে CPI কাউন্সিলরকে বাদ দিয়ে হচ্ছে 'আমাদের পাড়া আমাদের সমাধান' ক্যাম্প। তবে, সোমবার কাউন্সিলর...

নবান্ন অভিযানের নামে অসভ্যতা, আদালতের নির্দেশ অমান্য! পাঁচটি এফআইআর দায়ের করল লালবাজার

নবান্ন (Nabanna) অভিযানের নামে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি করেছে গদ্দার বাহিনী। কলকাতা হাইকোর্টের তরফে সুনির্দিষ্ট ভাবে বেশ কিছু নির্দেশিকা...

বই খুলে পরীক্ষা! আগামী শিক্ষাবর্ষ থেকেই নয়া নিয়ম সিবিএসই-র

ওপেন বুক এক্সাম! নবম শ্রেণির পড়ুয়ারা এবার বই খুলে পরীক্ষা দিতে পারবে বলেই সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ...