Tuesday, August 12, 2025

আমার মায়ের বাড়ি এসেছি: ছবি মুক্তির আগে দক্ষিণেশ্বরে আবেগাপ্লুত কাজল

Date:

Share post:

লক্ষ্মীবারের সকালে দক্ষিণেশ্বর মন্দির চত্বর জুড়ে একটু অচেনা ব্যস্ততা আর নিরাপত্তার কড়াকড়ি দেখে মন্দিরে পুজো দিতে আসা সকলেই বুঝেছিলেন কোনও ভিআইপি আসতে চলেছেন। পুজোর ডালি হাতে লাইনে দাঁড়িয়েও বারবার চোখ চলে যাচ্ছিল মূল ফটকের দিকে। কিছুক্ষণের মধ্যেই হাসিমুখের হাজির বলিউড অভিনেত্রী কাজল (Kajol)। পরনে পিচ রঙা শাড়ি। আদ্যোপান্ত বাঙালি লুক। গঙ্গার পূর্ব পাড়ের রোদের তীব্রতা যেন নিমেষে হারিয়ে গেল তনুজা-কন্যার একগাল হাসির ছোঁওয়ায়। ‘মা’ (Maa)ছবি মুক্তির আগে ঝটিকা সফরে কলকাতায় এসে দক্ষিণেশ্বর মন্দিরে (Dakshineswar Temple)মা ভবতারিণীর কাছে পুজো দিলেন কাজল। বললেন, ‘কলকাতায় এলেই মনে হয় মায়ের বাড়ি এলাম’।

বলিউড অভিনেত্রী শহরে পা রেখেন বুধবার রাতেই। পরিচালক বিশাল পুরিয়ার আসন্ন ছবি ‘মা’-তে কাজলকে মুখ্য ভুমিকায় দেখা যাবে। তার আগে মায়ের দর্শন করে গেলেন ‘সিমরন’। কাজলকে দেখে অনুরাগীদের বাঁধভাঙা উচ্ছ্বাস সামলাতে হিমসিম খেতে হয় তাঁর দেহরক্ষীদের। দক্ষিণেশ্বরের গর্ভগৃহে পুজো দিলেন, ধূপ দিয়ে আরতি করলেন কিছুক্ষণ। মন্দির থেকে বেরিয়ে সেখানে অল্প সময়ের জন্য দাঁড়িয়ে রইলেন। তাঁর অনুভূতির কথা জিজ্ঞেস করতেই একগাল হেসে বললেন, “মন্দিরে এসে মনে হচ্ছে নিজের মায়ের কাছে এসেছি। মায়ের কাছে প্রার্থনা করলাম। আশীর্বাদ নিলাম। আমার আগামী ছবি ‘মা’ স্পিরিচুয়াল হরর। ছবিতে খুব দৃঢ় একটি চরিত্রে অভিনয় করেছি। আশা করছি সকলের ভাল লাগবে।”

গত বছরই শান্তিনিকেতন ও দক্ষিণেশ্বরে গিয়ে ভৌতিক ছবি ‘মা’-এর শুটিং শেষ করেছেন। সেই সময়ও আউশগ্রাম থেকে শুটিং সেরে ফিরে মা তনুজা এবং ছেলে যুগকে নিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিয়েছিলেন কাজল। এদিন ভবতারিণী মন্দিরে পুজো দেওয়ার পর সেখান থেকেই বিমানবন্দরের দিকে রওনা দেন তনুজা কন্যা। কাজল ছাড়াও ‘মা’ ছবিতে দেখা যাবে খুদে অভিনেত্রী রূপকথা চক্রবর্তীকে। তাঁকে ভূতের চরিত্রে দেখা যাবে। আগামী সপ্তাহেই মুক্তি পাবে এই ছবির প্রথম ঝলক। হিন্দি, বাংলা, তামিল, তেলুগু মোট চার ভাষায় সিনেমা মুক্তি পাবে ২৭ জুন।

 

 

spot_img

Related articles

রাজ্যের বিভিন্ন দফতরে নতুন কর্মী নিয়োগ, অনুমোদন মন্ত্রিসভার

রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে মোট ৬২৭টি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে জানা গেছে,...

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...