Thursday, August 21, 2025

অভিযুক্ত ইউটিউবার জ্যোতির পুলিশ হেফাজতের মেয়াদ বৃদ্ধি

Date:

Share post:

গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হওয়া ইউটিউবার জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra) পুলিশ হেফাজতের মেয়াদ আরও চারদিন বাড়াল আদালত। হরিয়ানার হিসার থেকে ১৭ মে তাঁকে গ্রেফতার করে পুলিশ। প্রথম দফায় তাকে পাঁচ দিনের পুলিশ (Police) হেফাজতে পাঠানো হয়েছিল, যার মেয়াদ বৃহস্পতিবার শেষ হয়। এদিন নতুন করে আরও চারদিনের হেফাজতের আবেদন জানায় পুলিশ। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত।

জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra) বিরুদ্ধে অভিযোগ তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-এর সঙ্গে যুক্ত ছিলেন এবং ভারতের সংবেদনশীল তথ্য শেয়ার করতেন। জ্যোতি ‘অপারেশন সিন্দুর’-এর সময় ভারতের গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাঠিয়েছেন বলে সূত্রের খবর। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় জ্যোতি স্বীকার করেছেন যে তিনি পাকিস্তানি এজেন্টদের সঙ্গে দেখা করেছিলেন এবং নিয়মিত যোগাযোগ রাখতেন। তিনি দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাই কমিশনে কর্মরত এক ব্যক্তি, দানিশ নামে এক পাকিস্তানি কর্মকর্তার সঙ্গে ২০২৩ সাল থেকে ২০২৫ সালের মধ্যে একাধিকবার যোগাযোগ করেছেন।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ২০২৩ সালে পাকিস্তান (Pakistan) ভ্রমণের জন্য ভিসার আবেদন করতে গিয়ে প্রথমবার দানিশের সঙ্গে দেখা করেন জ্যোতি। এরপর তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল বলে দাবি করেছে পুলিশ। যদিও মার্চের পর থেকে কোনও চ্যাট রেকর্ড না পাওয়া গেলেও, ‘অপারেশন সিন্দুর’-এর সময় যোগাযোগের প্রমাণ নিশ্চিত করেছে তদন্তকারী সংস্থা।পুলিশ ইতিমধ্যেই জ্যোতির তিনটি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। গোটা ঘটনায় আরও ছজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সূত্র। এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত এখনও চলছে।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...