Friday, May 23, 2025

অমৃত ভারতের প্রকল্পের আওতায় রাজ্যের তিন স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন মোদির

Date:

Share post:

অমৃত ভারত প্রকল্পের (Amrit Bharat Station Scheme)আওতায় ২৫ হাজার কোটি টাকা খরচ করে ৬৫০টি স্টেশন নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্র। এই দফায় রয়েছে বাংলার তিন স্টেশন (Three stations in WB)। দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের জয়চণ্ডী পাহাড় (Joychandi Pahar in Adra Division of South Eastern Railway),পূর্ব রেলের আসানসোল ডিভিশনের পানাগড় (Panagarh in Asansol Division)এবং শিয়ালদহ ডিভিশনের কল্যাণী ঘোষপাড়া (Kalyani Ghoshpara in Sealdah Division)। বৃহস্পতিবার রাজস্থান থেকে এই তিন স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পানাগড়ের স্টেশনের জন্য আনুমানিক ৫.৫ কোটি টাকা, জয়চণ্ডী পাহাড়ের জন্য ১১.৪৩ কোটি এবং কল্যাণী ঘোষপাড়া স্টেশনের জন্য আনুমানিক ৩.৮ কোটি টাকা বরাদ্দ করা হয়। জানা গেছে নবরূপে সজ্জিত স্টেশনগুলিতে ফ্রি ওয়াইফাই, লিফট, এসকেলেটরের ব্যবস্থা করা হয়েছে।

প্ল্যাটফর্মের আধুনিকীকরণ, উন্নত আলোর ব্যবস্থা, বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য নানা ধরনের উন্নত সুবিধা এবং যাত্রীদের যাতায়াতের জন্য আরও বেশ কিছু আধুনিক ব্যবস্থা করার লক্ষ্য নিয়ে কেন্দ্রের তরফে এই অমৃত ভারতের প্রকল্প শুরু করা হয়। পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন স্টেশনগুলিকে নতুন ভাবে সাজানো হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য থাকবে নানা রকম আধুনিক ব্যবস্থা। দক্ষিণ-পূর্ব রেলের অধীনে রয়েছে আদ্রা ডিভিশনের জয়চণ্ডী পাহাড় স্টেশনে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ওয়েটিং রুম, গ্রানাইটের স্ল্যাব বসানো প্ল্যাটফর্ম, র‌্যাম্প, পার্কিং এরিয়া তৈরি করা হয়েছে। এ ছাড়াও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্যে শৌচাগার এবং নিচু বুকিং কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে। এবার আসা যাক আসানসোল বিভাগের আওতাধীন পানাগড় স্টেশন প্রসঙ্গে। সেখানে একটি নতুন প্রবেশপথ ও ভবন নির্মিত হয়েছে। সেখানে টিকিট কাউন্টার, ওয়েটিং রুম, দুটি নতুন লিফট রাখা হয়েছে। প্ল্যাটফর্মের প্রতিটি বেঞ্চের মাথায় শেড করা হয়েছে এবং বিশেষ ভাবে সক্ষম যাত্রীদের জন্য বিশেষ টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নিরাপত্তার জন্য বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এ ছাড়াও ঝাঁ চকচকে ওয়েটিং রুম, পানীয় জল, উন্নত টয়লেট, সৌরশক্তি ব্যবহার করে আলো ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।

 

spot_img

Related articles

বাংলার কনিষ্ঠ অঙ্গদাতা হয়ে ইতিহাস গড়ল ১২ বছরের উমাঙ্গ! 

'জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর'—এই প্রবাদকে সত্যি প্রমাণ করল কলকাতার এক ১২ বছরের কিশোর,...

চিপস চুরির অপবাদ! অপমানে আত্মঘাতী ছাত্র, উত্তাল পাঁশকুড়া

চিপস চুরির অপবাদ সহ্য করতে না পেরে আত্মঘাতী হল পাঁশকুড়ার এক সপ্তম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায়...

নির্বাচন ঘিরে একগুচ্ছ প্রতিশ্রুতি দেবাশিসের নেতৃত্বাধীন শাসক গোষ্ঠীর

বেশ কয়েকদিন আগেই ইস্তেহার প্রকাশ করেছিল মোহনবাগানে(Mohunbagan) এই মুহূর্তে বিরোধি গোষ্ঠী। সৃঞ্জয় বোসরা(Srinjoy Bose) সেখানে নানান প্রতিশ্রুতির কথা...

অনুমতি ছাড়া কর আদায় নয়! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, জারি নির্দেশিকাও 

ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় কোনও রকম সরকারি অনুমতি ছাড়া কর আদায় বন্ধ করতে কড়া নির্দেশ জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা...