নিশ্চিন্ত আর থাকা গেল না। বাংলার আকাশে ফের দুর্যোগের কালো মেঘ। বঙ্গোপসাগরে (Bay of bengal) তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ। আগামী মঙ্গলবার থেকে এই দুর্যোগের প্রভাবে জেলায় জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত (Cyclonic Formation) হবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে পারছেন না হাওয়া অফিসের (Weather Department) কর্তারা।

আয়লা, আমফানের স্মৃতি উস্কে দিয়ে চলতি মাসে ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা তা স্পষ্ট না হলেও, অতি গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে বাংলার চার জেলা।আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে, আগামী সপ্তাহে ২৭ মে, মঙ্গলবার মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। বৃহস্পতিবারের মধ্যে সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে। যার ফলে বুধবার অর্থাৎ ২৮ মে থেকে বৃষ্টি বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই উইকন্ডে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টি চলবে। কলকাতা এবং শহরতলীতে আগামী কয়েক দিন বৃষ্টি বাড়বে। শনি রবিতে উত্তরবঙ্গেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

–

–

–

–
–

–
–

–

–

–

–

–

–

–

–