আজ বিকেলেই রিষড়ার বাড়িতে ফিরছেন BSF জওয়ান পূর্ণম! কিছুটা দোলাচলে পরিবার

Date:

Share post:

আর হয়ত কয়েকঘণ্টার অপেক্ষা। তার পরেই রিষড়ার বাড়িতে ফিরছেন BSF জওয়ান পূর্ণমকুমার সাউ (Purnam Kuman Shaw)। এমনটাই সূত্রের খবর। সব ঠিক থাকলে শুক্রবার বিকেল ৫টা নাগাদ তিনি বাড়ি ফিরবেন। যদিও তাঁর স্ত্রী রজনী সাউ ‘বিশ্ববাংলা সংবাদ’-কে জানিয়েছেন, ঠিক কখন পূর্ণম ফিরছেন, সে বিষয়ে তাঁদের কাছে কোনও তথ্য নেই। সেই কারণে খুশির হলেও, কিছুটা দোলাচলে পরিবার।

এপ্রিল ২৩ কর্মরত অবস্থায় ভুল করে বর্ডার পেরিয়ে গিয়ে পাক রেঞ্জার্সের হাতে আটক হন বিএসএফ জওয়ান পূর্ণম। ভারতের প্রবল কূটনৈতিক চাপে আটক জওয়ানকে ২২ দিন পর ফেরাতে বাধ্য হয় পাকিস্তান (Pakistan)। ১৪ মে ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে দেশে ফেরানো হয় পূর্ণমকে। ফোনে, ভিডিও কলে অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে কথা হয় তাঁর। কিন্তু তখনই বাড়ি ফিরতে পারেননি। স্বাস্থ্যপরীক্ষা, ও তাঁকে জিজ্ঞাসাবাদ করে মানসিকভাবে পূর্ণম কতটা ঠিক রয়েছেন তা খতিয়ে দেখা হয়। সেই পর্ব মিটতেই দেশে ফেরার ৯ দিনের মাথায় মে ২৩ বাড়ি ফিরছেন হুগলি রিষড়ার বাসিন্দা পূর্ণম সাউ (Purnam Kuman Shaw)। শুক্রবার বিকেল ৫টা নাগাদ তিনি বাড়ি ফিরছেন-এই খবর শুনেই খুশির হাওয়া পরিবার-সহ গোটা এলাকায়। বাবার সঙ্গে খেলার জন্য অধীর অপেক্ষায় ছেলে।

পূর্ণমের বাড়িতে আসার খবর চাউর হওয়ার পরই রিষড়ায় তাঁর বাড়ি এলাকায় যেন উৎসবের আবহাওয়া! খুশির জোয়ার পরিবার। স্ত্রী রজনী জানাচ্ছেন, এখন স্বামীর বাড়ি ফিরে আসার রয়েছেন তিনি। তবে, পূর্ণমের ফেরার বিষয়ে সেনাবাহিনী বা বিএসএফ-এর তরফ থেকে তাঁদের কিছু জানানো হয়নি বলে দাবি রজনীর। তাঁর কথায়, সংবাদ মাধ্যম থেকেই এই খবর জেনেছেন তাঁরা। আর পূর্ণমের কাছে ফোন না থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। বাবা-মা বলছেন, ছেলে তাড়াতাড়ি ঘরে ফিরুক। তবে তাঁরা আগেই জানিয়ে রেখেছেন ছেলেকে ফের দেশরক্ষার কাজে পাঠাবেন। এখন ঘড়ির কাটা পাঁচটা ছোঁয়ার অপেক্ষায় পরিবার।

spot_img

Related articles

চন্দননগর নয়! কোথা থেকে সূচনা বাংলায় জগদ্ধাত্রী পুজোর? জানুন ইতিহাস 

জগদ্ধাত্রী পুজোর নাম উঠলেই চোখের সামনে ভেসে ওঠে গঙ্গাপাড়ের শহর চন্দননগরের ছবি—চোখধাঁধানো আলোকসজ্জা, সুবিশাল প্রতিমা আর অসংখ্য দর্শনার্থীর...

চাপ দিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়: বিস্ফোরক নারদ মামলার প্রথম তদন্তকারী CBI আধিকারিক

বিস্ফোরক স্বীকারোক্তি নারদ (Narada Case) মামলার প্রথম তদন্তকারী সিবিআই আধিকারিক রঞ্জিত কুমারের (Ranjit Kumar)। একটি অডিও সাক্ষাৎকারে তিনি...

আসানসোলে চিটফান্ড কেলেঙ্কারির অভিযুক্তের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই, জানালো ঘাসফুল শিবির

আসানসোলে প্রায় ৩৫০ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারিতে 'তৃণমূল নেতা'র নাম জড়িয়ে যে ভিত্তিহীন অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা...

বোনের কাছে ভাইফোঁটা শোভনদেবের, টলিনায়িকারা ফোঁটা দিলেন অরূপকে

বাংলা জুড়ে আজ উৎসবের আমেজ। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই মাতলেন ভাইফোঁটা উদযাপনে। সকাল গড়িয়ে বিকেল তবু এখনও...