তৃণমূল কংগ্রেসের অন্দরে সর্বস্তরের জনপ্রতিনিধি, নেতা ও কর্মীদের উদ্দেশ্যে জরুরি সার্কুলার পাঠিয়ে দল সতর্কতা জারি করেছে। সার্কুলারে বলা হয়েছে, সম্প্রতি একদল লোক বাড়ি বাড়ি ঘুরে এনজিও বা স্বেচ্ছাসেবী সংস্থার নামে নানা সামগ্রী যেমন মশলা বা অন্যান্য দ্রব্য বিনামূল্যে বিতরণ করছে।

তবে প্রকৃত উদ্দেশ্য যে শুধুই সমাজসেবা নয়, তা নিয়েই উদ্বেগ প্রকাশ করেছে তৃণমূল নেতৃত্ব। সার্কুলারে অভিযোগ, এই লোকেরা বিনিময়ে সংগ্রহ করছে ভোটারদের নাম, ফোন নম্বর ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য। দলের দাবি, এর পিছনে রয়েছে বড়সড় চক্রান্ত ও ষড়যন্ত্র।

তৃণমূল নির্দেশ দিয়েছে, প্রত্যেক অঞ্চলেই নজরদারি বাড়াতে হবে। বুথ স্তরের কর্মীদের সঙ্গে মিটিং করে তাঁদের সচেতন করতে হবে। এমনকি হোয়াটসঅ্যাপ গ্রুপেও ঢুকে পড়ছে এইসব কুচক্রী মহল— এমন অভিযোগও করা হয়েছে। দলীয় কর্মীদের পরামর্শ দেওয়া হয়েছে, এমন ঘটনার খবর পেলেই অবিলম্বে থানায় এফআইআর করতে হবে এবং দলের উচ্চস্তরে জানাতে হবে।

আরও পড়ুন – রেল-মেট্রো নিয়ে মিথ্যাচার বিজেপির! সব উদ্যোগই ছিল রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

_

_

_

_

_

_
_
_
_
_
_


