তাজমহলে বোমাতঙ্ক (Bomb threat in Taj Mahal)! ভারতের অন্যতম স্থাপত্য কীর্তি উড়িয়ে দেওয়ার হুমকি ইমেইল আসার পরই বাড়ল সৌধের নিরাপত্তা। পুলিশ সূত্রে জানা গেছে শনিবার সকালে কর্তৃপক্ষের কাছে বোমা বিস্ফোরণে তাজমহল উড়িয়ে দেওয়া হবে বলে একটি ইমেইল আসে। কেরালা থেকে ওই মেসেজ করা হয়েছে বলে জানা গেছে। দ্রুত তাজমহলের আশেপাশের এলাকায় তল্লাশি শুরু হয়। নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয় পর্যটকদের। কিন্তু মমতাজের স্মৃতিসৌধ চত্বরে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাহলে কি কেউ মশকরা করেছে নাকি সত্যি সত্যি এই ধরনের কোন পরিকল্পনা করা হচ্ছে, কেন এই ইমেইল পাঠানো হল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনা শনিবারের হলেও রবিবার তা প্রকাশিত হয়েছে। পুলিশ জানিয়েছে, তাজমহল চত্বরের একাধিক জায়গায় তল্লাশি চালালেও বোমা বা কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। আধাসেনা ও পুলিশ গোটা এলাকা ঘিরে রেখে প্রায় তিন ঘণ্টা ধরে তল্লাশি চালায়। আগ্রা সিটির ডেপুটি পুলিশ কমিশনার (Deputy Police Commissioner, Agra City) সোমন কুমার বলেন, তদন্তের জন্য সাইবার সেলে জানানো হয়েছে। পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহলের (Taj Mahal) নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি আধা সেনা মোতায়েন করা হয়েছে।

–

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–
–