ইতিহাসের সামনে দাঁড়িয়ে ভারতীয় ফুটবল দল(Indian Football Team)। একটানা তিনবার এএফসি এশিয়ান কাপে(AFC Asian Cup) যোগ্যত্যা অর্জনের হাতছানি ভারতের সামনে। সেই লক্ষ্যে আগামী ১০ জুন নামতে ভারতীয় ফুটবল দল। তার আগে অত্যন্ত সতর্ত ভারতীয় দলের তারকা ফুটবলার সুনীল ছেত্রী(Sunil Chetri)। বাংলাদেশ ম্যাচের আগেই ভারতীয় দলে অবসর ভেঙে ফিরেছিলেন সুনীল। সেই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়েই ঘুরে দাঁড়াতে চান তিনি।

বাংলাদেশ ম্যাচে যে ভারতীয় দল নানান ভুল ত্রুটি করেছিল তা বলার অপেক্ষা রাখে না। সেই কথা নিজেও মেনে নিচ্ছেন সুনীল ছেত্রী(Sunil Chetri)। তাদের দোষেই যে ম্যাচের পয়েন্ট হাতছাড়া হয়েছিল তাও সুনীলের কথাতে স্পষ্ট। এবার সামনে রয়েছে হংকং। সেই একই ভুল যাতে না হয় সেদিকেই এখন সবচেয়ে বেশি নজর ভারতীয় দলের সেরা তারকার।

সুনীল ছেত্রী জানিয়েছেন, “বাংলাদেশের বিরুদ্ধে পয়েন্ট নষ্টের পর একটাই ভাবনা এসেছিল। আমরা নিজেদের পাশাপাশি দেশের প্রত্যাশাও পূরণ করতে পারিনি। সেই ম্যাচের ভিডিও পরে দেখে বুঝতে পারি যে আমরা আরও ভাল খেলতেই পারতাম। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে খেলে নিজেদের টেবিলে অনেকটা ওপরের দিকে উঠে যাওয়ার সুযোগা হাতছাড়া করেছিলাম। আমাদের অনেককিছুই ভাল করার উচিৎ ছিল। কিন্তু সেটা করতে পারিনি। সেই ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছিলাম। সেই ভুলগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, বারবার ভিডিও দেখেছি। সেই ভুল শোধরানোর দিকেই এখন প্রধান লক্ষ্য আমাদের”।

আগামী ৪ জুন একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারত। এরপরই হংকংয়ের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় পর্বের ম্যাচে নামবে ভারতীয় দল। সেখানেই যাতে কোনওরকম ভুল না হয় সেদিকেই এখন নজর গোটা শিবিরের।

–

–
–

–
–

–

–

–

–

–

–
