গোটা দেশে করোনা আক্রান্তের সমীক্ষা প্রকাশ করেছে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক (Ministry of Health)। সেই অনুযায়ী এবারেও শীর্ষে কেরালা। দেশের একাধিক রাজ্যে যেভাবে এক সপ্তাহে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বেড়েছে, তার একেবারে উল্টো পথে বাংলা (West Bengal)। এক সপ্তাহে করোনা (COIVD 19) আক্রান্ত বেড়েছে ১২ জন, প্রকাশ কেন্দ্রের রিপোর্টে। স্বাভাবিকভাবেই রাজ্য প্রশাসন সতর্ক রয়েছে জানিয়েই ভয়ের কারণ নেই বলেই দাবি রাজ্য প্রশাসনের।

গোটা দেশে গত এক সপ্তাহে করোনা আক্রান্ত বেড়েছে ৭৫২ জন। সেখানে বাংলায় (West Bengal) আক্রান্ত বেড়েছে ১২ জন। আক্রান্তরা মূলত দক্ষিণবঙ্গের, দাবি রাজ্য স্বাস্থ্য দফতর (Department of Health and family Welfare) সূত্রের। এখনও পর্যন্ত কোনও রোগীর অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানানো হয়েছে।

রাজ্যের আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে তিনজন ভর্তি ও বেসরকারি হাসপাতালে একজনের ভর্তির সম্ভাবনা। শ্বাসকষ্ট ও সেই ধরনের সমস্যা নিয়ে হাসপাতালে যাঁরা আসছেন তাঁদের প্রয়োজনে করোনা পরীক্ষার নির্দেশ দিচ্ছেন চিকিৎসকরা। বাড়ানো হয়েছে পরীক্ষার পরিমাণও, দাবি স্বাস্থ্য দফতর সূত্রেরও। তবে নতুন করে করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি করোনামুক্তও হয়েছে অনেকে, দাবি স্বাস্থ্য দফতরের।

–

–

–

–

–

–

–

–
–
–
–