Thursday, January 15, 2026

রায়গঞ্জের আকাশে রহস্যময় আলোর বিন্দু! ড্রোন নজরদারির আশঙ্কায় স্থানীয়রা

Date:

Share post:

কলকাতার পর এবার রায়গঞ্জ, রাতের আকাশে রহস্যময় ড্রোনের (Drone) ঘোরাঘুরি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সন্ধে সাড়ে সাতটা-আটটা নাগাদ রায়গঞ্জের আকাশে রহস্যময় একাধিক আলোর বিন্দু দেখতে পাওয়া যায় (mysterious lights flying)।প্রাথমিকভাবে সেগুলোকে ড্রোন বলে সন্দেহ করা হলেও আসলে তা কী ছিল সে ব্যাপারে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও ধারণা মেলেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন জেলার হরিরামপুর থেকে একেবারে সীমান্তবর্তী বালুরঘাট ও হিলির আকাশেও এমন রহস্যময় আলোর বস্তু দেখা গিয়েছে। যদিও সীমান্ত এলাকায় শত্রুপক্ষের নজরদারির নয়া কৌশলের আশঙ্কা করছেন স্থানীয়রা।

ভারতের অপারেশন সিন্দুরের (Operation Sindoor) পাল্টা জবাব দিতে গিয়ে পাকিস্তানের তরফে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলার চেষ্টা করা হলেও ভারতের সুদর্শন চক্র সবটাই প্রতিহত করতে সক্ষম হয়েছে। আপাতত দুই দেশের মধ্যেই সংঘর্ষ বিরোধী চুক্তি বজায় রয়েছে। কিন্তু পাকিস্তানের যা চরিত্র তাতে নিশ্চিন্ত থাকা যাচ্ছে না। দিন কয়েক আগেই কলকাতার আকাশে সাত থেকে আটটি ড্রোনের দেখা মিলেছে। সেগুলো কোথা থেকে এসেছিল বা সেটার কী উদ্দেশ্য ছিল তা নিয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। এর মাঝেই সোমবার রাতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের আকাশে ছোট ছোট আলোকবিন্দুকে নড়াচড়া করতে দেখে স্থানীয়রা।সূত্রের দাবি, পার্শ্ববর্তী জেলা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের আকাশে একইভাবে চক্কর কেটেছে রহস্যময় আলো। যদিও এই নিয়ে জেলা পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। রায়গঞ্জ থানার টাউন দারোগা মৃত্যুঞ্জয় বিশ্বাস (Mrityunjoy Biswas) বলেন, “আমিও দেখেছি। দুটো আলোর বিন্দু। তবে মনে হয় না ড্রোন। তাহলে এত উঁচু দিয়ে যেত না। স্যাটেলাইট হতে পারে।” পুলিশ সুপারও ড্রোন নজরদারি সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। কিন্তু আতঙ্কিত স্থানীয়রা। বিএসএফের কাছেও এই সংক্রান্ত কোনও তথ্য নেই বলে জানা গেছে। শেষ খবর পাওয়া অনুযায় এখনও আলোর উৎস সন্ধান করা সম্ভব হয়নি।

-.

-.

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...