Monday, November 10, 2025

পুত্র সন্তানের বাবা হলেন লালুপুত্র তেজস্বী, হাসপাতালে গিয়ে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

কলকাতার হাসপাতালে জন্ম নিল লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বীর (Tejashwi Yadav) পুত্র সন্তান। সকালে খবর পাওয়া মাত্রই পার্ক স্ট্রিটের হাসপাতালে নবজাতককে দেখতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “এটা অত্যন্ত আনন্দের খবর। তেজস্বী এবং লালুজীর পরিবারে ছেলের তরফ থেকে প্রথম পুত্র সন্তান জন্ম নিয়েছে। খুব স্বাভাবিকভাবেই লালুজী- রাবরিজী দুজনেই খুব খুশি। সকলেই এখানে আছেন। সামনে আবার তেজস্বীর নির্বাচন আছে তার জন্য শুভেচ্ছা জানালাম।নবজাতকের আগমন নিঃসন্দেহে শুভ সংবাদ।”

এদিন দুপুর বারোটা নাগাদ পার্ক স্ট্রিটের (Park Street) নার্সিংহোমে পৌঁছে সদ্যোজাতকে দেখতে যান মমতা। লালু প্রসাদের পরিবারের সকলেই সেখানে উপস্থিত ছিলেন। এরপর তেজস্বীর সঙ্গে বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘গত ৯ মাস ধরে ওর (তেজস্বীর দিকে তাকিয়ে) স্ত্রী এখানে আছেন। কাল রাতেই জানতে পেরেছিলাম অপারেশন হবে। সকাল ৬:১৪ মিনিট নাগাদ তেজস্বী মেসেজ করেছিল, ৬:১৬ তে আমি রিপ্লাই করে জানিয়েছিলাম বারোটা নাগাদ যাব। লালুজী- রাবরিজী সকলের সঙ্গে দেখা হয়েছে। ওনার পরিবারের এই শুভদিনে আমরা সকলেই খুব খুশি। এই সন্তান শুভ বার্তা নিয়ে এসেছে। মা ও ছেলে দুজনেই সুস্থ স্বাভাবিক রয়েছে।’ পাশাপাশি তেজস্বীর সন্তান বাবা-মায়ের মতোই সুন্দর দেখতে হয়েছে বলেও জানান মমতা।

হাসপাতালের বাইরে তেজস্বী জানান, এখানে উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) আমাদের অভিভাবক। আমার প্রথম মেয়ে হয়েছিল নবরাত্রির সময়। তাই বাবা নাম রেখেছিলেন কাত্যায়নী। এবার ছেলে হল মঙ্গলবার, হনুমান জয়ন্তীর দিন। অনেকেই ওর অনেক নাম ভেবেছে। তবে বাবা যা নাম দেবেন সেই নামই রাখা হবে।

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...