হামাস প্রধান সিনওয়ারকে মেরে ফেলেছে ইজরায়েলি সেনা, শুক্রবার নিশ্চিত করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দক্ষিণ গাজার হাসপাতালে সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাসের প্রধান মহম্মদ সিনওয়ারের (Mohammed Sinwar) বিমান হানায় মৃত্যু হয়েছে বলে হয়েছে। সিনওয়ার হাসপাতালের নীচে গোপন আস্তানায় ছিল বলেই হামলা চালিয়েছিল ইজরায়েলি সেনা। একই হামলায় হামাসের ‘রাফা ব্রিগেড’-এর কমান্ডার মহাম্মদ শাবানারও মৃত্যু হয়েছে বলে দাবি ইজরায়েলের।

বুধবার জেরুজালেমে সাংবাদিক বৈঠকে নেতানিয়াহু বলেন,”আমরা হাজার হাজার জঙ্গিকে খতম করেছি। খুনিদের শীর্ষনেতা দেইফ, হানিয়া, ইয়াহিয়া সিনওয়ারকেও নিকেশ করা হয়েছে। আর এখন তো মহম্মদ সিনওয়ারও (Mohammed Sinwar) নিহত হয়েছেন বলে শোনা যাচ্ছে! হামাসের নেতা দুই ভাইকেই আমরা মেরে ফেলতে পেরেছি।” হানিয়ার মৃত্যুর পর গত অগাস্ট মাসে হামাস প্রধানের দায়িত্ব নিয়েছিলেন মহম্মদের দাদা ইয়াহিয়া সিনওয়ার। কিন্তু গত অক্টোবরে ইজরায়েলি সেনার হাতেই তার মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন-জাকার্তায় সন্ত্রাসবাদ বিরোধী বার্তায় আসিয়েন-ও পাশে: জানালেন অভিষেক

নেতানিয়াহুর বাহিনীর লক্ষ্য একেবারে স্পষ্ট। হামাসকে ছেঁটে ফেলতে হবে। দুই সিনওয়ার ভাইয়ের পাশাপাশি, গত কয়েক মাসে একের পর এক অভিযানে হামাসের সামরিক কমান্ডার মহম্মদ দেইফ, রাজনৈতিক নেতা হানিয়া-সহ বহু শীর্ষস্থানীয় নেতাকে তারা মেরে ফেলেছে ইজরায়েল। হামস জঙ্গিদের যতক্ষণ উপড়ে ফেলতে না পারছে ততক্ষণ ইজরায়েলি সেনারা থামবে না। একথা আগেই জানিয়ে দিয়েছেন নেতানিয়াহু।

_

_

_

_

_

_

_
_
_
_