Wednesday, August 20, 2025

মেহতাবকে নিয়ে এখনও দর কষাকষি চালাচ্ছে মোহনবাগান

Date:

Share post:

মেহতাব সিং কি মোহনবাগানে(MBSG) আসবেন? উত্তরটা এখনও পর্যন্ত হ্যাঁ না হলেও, তাঁর আসার সম্ভাবনা যে একেবারেই নেই তা কিন্তু বলা যায় না। মেহতাব সিংকে(Mehtab Singh) নেওয়ার চেষ্টা এখনও পর্যন্ত চলছে মোহনবাগানের(MBSG) তরফে। এই মুহূর্তে মুম্বই সিটি এফসির সঙ্গে মেহতাব সিংকে(Mehtab Singh) নিয়ে চলছে দর কষাকষি। শেষপর্যন্ত মোহনবাগান শিবিরে এই তারকা ফুটবলারকে দেখা যায় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে।

শোনা যাচ্ছে আসন্ন মরসুমের আগে নিজেদের রক্ষণকে আরও মজবুত করতে চাইছে মোহনবাগান সুপারজায়ান্টস(MBSG)। সেই লক্ষ্যেই মেহতাব সিংয়ের(Mehtab Singh) মতো একজন সেন্টার ব্যাক যে একেবারে যথাযথ তা বলার অপেক্ষা রাখে না। সেই মতো কথাবার্তাও শুরু হয়েছে। কিন্তু সমস্যা একটাই জায়গাতে। আর চা হল মুম্বই সিটি এফসির সঙ্গে মেহতাব সিংয়ের চুক্তি।

তাঁর সঙ্গে এখনও চুক্তি রয়েছে মুম্বই সিটি এফসির। মেহতাবকে আনতে হলে ট্রান্সফার ফি দিতে হবে মোহনবাগান সুপারজায়ান্টসকে। সেখানেই মুম্বই সিটি এফসি যে ট্রান্সফার ফি চাইছে, সেটাই আবার দিতে চাইছে না মোহনবাগান ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে অনেকটাই বেশি নাকি ট্রান্সফার ফি চাইছে মুম্বই।

মাঝে শোনা গিয়েছিল মোহনবাগান নাকি হাল ছেড়ে দিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তেমনটা কিছুই বলে শোনা যাচ্ছে। এখনও নাকি কথাবার্তা চালিয়ে যাচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড। চলছে দর কষাকষিও। মোহনবাগান যে ট্রান্সফার ফি দিতে চাইছে, তাতে যদি মুম্বই সিটি এফসি রাজি হয়ে যায় তাহলে মেহতাব সিংকে এবার সবুজ-মেরুন জার্সিতে দেখা যেতেই পারে।

spot_img

Related articles

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...

কেন্দ্রের তিন সংশোধনী বিলের বিরোধিতায় আজ সকাল দশটায় বৈঠক ইন্ডিয়া ব্লকের

বুধবারই লোকসভায় (Loksabha) তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। আজই কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান...

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...