Thursday, August 21, 2025

বিদ্যুতের খরচ কমাতে সৌরশক্তি, সুফল পাবে মিড-ডে মিল প্রকল্প

Date:

Share post:

সরকারি কাজে বা আধিকারিকদের যথেচ্ছ ব্যয়ে দীর্ধদিন ধরে লাগাম টেনে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক নীতি বারবার তারই প্রতিফলন দেখিয়েছে। এবার রাজ্য সরকার রাজ্যের স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সৌরশক্তি (solar cooker) ব্যবহার করে মিড-ডে মিল (mid-day meal) রান্নার পরিকল্পনা নেওয়া হয়েছে। দমদম পার্কের একটি স্কুলে পরীক্ষামূলক ভাবে এই উদ্যোগ নেওয়া হয়। সেই সাফল্যের উপর ভিত্তি করেই রাজ্যের অন্যান্য স্কুলে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে রাজ্যের অচিরাচরিত ও পূনর্ব্যবহার যোগ্য শক্তি দফতরের সচিব বরুণ কুমার রায় জানান।

সাড়ে তিন হাজার  স্কুল ও এক হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এবার থেকে অচিরাচরিত শক্তি (unconventional energy) ব্যবহার করে দূষণ নিয়ন্ত্রণের পাশপাশি জ্বালানি খাতেও বহু অর্থ সাশ্রয় করা যাবে বলে রাজ্য সরকার আশাবাদী। সচিব আরও জানান, আগামী দুই মাসের মধ্যে রাজ্যের খসড়া পুণর্ব্যবহারযোগ্য শক্তি (renewable energy) নীতি প্রকাশ করা হবে।

তিনি বলেন, শিল্প ও গৃহস্থালির ক্ষেত্রে এখনও কার্বন নির্গমণকারী শক্তির উপর নির্ভরতা রয়ে গিয়েছে। যেটা থেকে সরে এসে সবুজ শক্তির (unconventional energy) দিকে যাওয়া অত্যন্ত জরুরি। যদিও এই রূপান্তর ব্যয়বহুল, তবে ভবিষ্যতের জন্য তা অপরিহার্য।

তবে রাজ্যের পুণর্বব্যহারযোগ্য শক্তি নীতি নেওয়া হলে অন্যত্রও এই সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ার ইঙ্গিত দফতরের সচিবে। কলকাতা পুরসভার (Kolkata Corporation) রাস্তার আলোও ধাপে ধাপে সৌরশক্তিচালিত করার পরিকল্পনা রয়েছে, যা পুরসভার বার্ষিক ৩৫০ কোটি টাকার বিদ্যুৎ খরচ অনেকটাই কমাতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...