শুধু যুদ্ধ নয়, পারমানবিক লড়াই থামালাম: ১১তম দাবি ট্রাম্পের, নীরব মোদি!

Date:

Share post:

একবার, দুবার নয়। টানা ১১ বার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দাবি করলেন তিনিই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য লড়াই থামালেন। তারপরেও প্রকাশ্যে ট্রাম্পের সেই ভাষণের উত্তর দেওয়ার ক্ষমতা নেই ভারতের মোদি সরকারের। বিদেশ মন্ত্রকের (MEA) তরফে এমন বিবৃতি জারি করা হয়, যে তারপরেও টানা ভারত-পাকিস্তান দ্বন্দ্ব থামানোর দাবি করে চলেছেন ট্রাম্প। অন্যদিকে মোদির দাবি, ভারতের অপারেশন সিন্দুরের (Operation Sindoor) জন্য শান্তির পথে হাঁটতে বাধ্য হয়েছে। বিরোধীদের পক্ষ থেকে এই বিষয়গুলি স্পষ্ট করার জন্য বারবার সংসদের বিশেষ অধিবেশনের দাবি জানানো হয়েছে। সেই দাবি কেন মোদি সরকার এড়িয়ে যাচ্ছে, ট্রাম্পের ১১ তম দাবির পরে তা নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে।

ফের একবার ভারত ও পাকিস্তানের মধ্যে চলতি অশান্তির পরিস্থিতিতে দ্বন্দ্ব থামানোর দাবি করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আগের মতো একইভাবে তিনি বলেন, আমার মনে হয় যে চুক্তি করে আমি সবথেকে বেশি খুশি তা হল ভারত ও পাকিস্তানের সঙ্গে চুক্তি। যার মাধ্যমে আমরা একটি সম্ভাব্য পারমাণবিক লড়াই থামিয়ে দিতে পেরেছি। তা সম্ভব হয়েছে বাণিজ্যের (trade) মাধ্যমে, বুলেটে নয়।

অত্যন্ত লজ্জাজনকভাবে ভারতকে বুলেটে বিশ্বাসী বলেও এবার দাবি করেন ট্রাম্প (Donald Trump)। তিনি বলেন, সাধারণত ভারত-পাকিস্তান দ্বন্দ্ব থামে বুলেটের মাধ্যমে। আমরা এটা থামালাম বাণিজ্যের মাধ্যমে। তাই আমি এর জন্য গর্বিত। ভারত ও পাকিস্তানের মধ্যে একটি অত্যন্ত জঘন্য যুদ্ধ হতে যাচ্ছিল। এবং এখন তারা দুজনে কেমন শান্তিতে রয়েছে।

ভারতের প্রতি এই ধরনের লজ্জাজনক ও কদর্য ইঙ্গিত এর আগেও করেছেন ট্রাম্প। তারপরেও নীরব থেকেছেন মোদি। বারবার পাকিস্তানকে উচিত শিক্ষার দেওয়ার হুমকি দেওয়া নরেন্দ্র মোদি, আদতে একটুকুও চিন্তিত নন মার্কিন রাষ্ট্রপতি যেভাবে ভারতের বদনাম গোটা বিশ্বের সামনে তুলে ধরছেন তা নিয়ে। ভারতের প্রতিনিধিদল কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে আমেরিকাতেও পাকিস্তান নিয়ে অবস্থান স্পষ্ট করে এসেছে। তারপরে প্রথমবার এই দ্বন্দ্ব থামানো কৃতিত্ব নিলেন ট্রাম্প। এরপরেও ব্যাখ্য়া দিতে ব্যর্থ মোদি সরকার।

spot_img

Related articles

পাঞ্জাবের প্রাক্তন মন্ত্রী-ডিজিপির ছেলের মৃত্যুতে নয়া মোড়! অবশেষে মুখ খুললেন ডিজিপি 

পাঞ্জাব পুলিশের প্রাক্তন ডিজিপি (Punjab police DGP) মহাম্মদ মুস্তাফার ছেলে আকিল আখতারের মৃত্যু ঘিরে পাঞ্জাবের চরম চাঞ্চল্য। ইতিমধ্যেই...

প্রতিমা বিসর্জনে গিয়ে নিখোঁজ, ভাইফোঁটার সকালে মিলল যুবকের দেহ

প্রতিমা বিসর্জনে গিয়ে আর ঘরে ফেরেনি যুবক। দেহ (dead body) উদ্ধার হল ভাইফোঁটার সকালে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪...

মত্ত হয়ে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব, ২২টি সেলাই স্বাস্থ্যকর্মীর মাথায়

মদ খেয়ে নার্সিং স্টাফকে (nurse) ইট দিয়ে হামলা যুবকের! ঘটনায় গুরুতর আহত হয়েছেন নার্স রীনা মণ্ডল। তাঁর মাথায়...

শবরীমালা মন্দিরে আয়াপ্পা দর্শনে দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

দীর্ঘসময় ধরে বিতর্কের শিরোনামে থাকা কেরলের ঐতিহাসিক শবরীমালা মন্দিরে পুজো দিলেন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi...