Wednesday, August 20, 2025

হাতে কাটা দাগ, বাড়ি লন্ডভন্ড! ঘুম থেকে উঠেই হতভম্ব অভিনেতা রণজয়

Date:

Share post:

টেলিপর্দার জনপ্রিয় মুখ রণজয় বিষ্ণুর (Ranojoy Bishnu) জীবনে ভৌতিক সংকট! শনির সকালে চোখ খুলেই হতভম্ব অভিনেতা। দরজা-জানলা ভেতর থেকে বন্ধ হওয়া সত্ত্বেও লন্ডভন্ড গোটা বাড়ি। দেওয়াল- টেবিল থেকে মাটিতে পড়ে আছে ছবি, রণজয়ের গায়েও অজস্র কাঁটা দাগ! কোনও কুলকিনারা করতে না পেরে সোশ্যাল মিডিয়ায় (Social media) নিজের ভয়ংকর অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন ‘কোন গোপনে মন ভেসেছে’ অভিনেতা।

এ ঘটনা অবশ্য আজ নতুন নয়। তারকার ঘনিষ্ঠরা বলছেন মাসখানেক ধরেই নাকি ভৌতিক সব ঘটনার শিকার রণজয় বিষ্ণু। এমনিতেই সিরিয়াল এবং নানা বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য সারাদিন বাড়ির বাইরে ব্যস্ত থাকতে হয়। কিন্তু রাতে ফিরে এসেও শান্তি নেই। কিছুদিন ধরেই দেখছেন তাঁর বাড়ির দরজা-জানলা বন্ধ থাকলেও সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে। ঘরময় টবের মাটি ছড়িয়ে আছে, নীচে পড়ে আছে ছবি। এমনকি তাঁর সারা গায়ে আঁচড়ের দাগ! অদ্ভুত এই ঘটনার কোনও ব্যাখ্যা না পেয়ে শনিবার সকালে তিনি নিজেই সবটা ক্যামেরাবন্দি করে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ভিডিওতে অভিনেতা বলেছেন, ‘জানলা-দরজা সব বন্ধ করেই বাড়ি থেকে বেরই। তাও কটা গাছ তুলে রেখেছিলাম। কিন্তু এবার মনে হল ভিডিওটা বানাই। অভিনেতার মন্তব্য, কেন হচ্ছে বুঝতে পারছি না। কোনও কারণ নেই এমন ঘটনা ঘটার। বাড়ির সব দরজা এবং জানলা ভিতর থেকে বন্ধ করে তবে বাইরে বেরই। তাও দেখছি টব পড়ে রয়েছে, আমার ছবি পড়ে রয়েছে। এখানেই শেষ নয়!ঘুম থেকে উঠে মাঝেমধ্যেই পা নাড়াতে পারি না। কী হচ্ছে বুঝতে পারছি না। কোন ক্লু পাচ্ছিনা।’

টেলিতারকার ভিডিও দেখে উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরাও। কেউ কেউ গোটা ঘটনাকে ভৌতিক বলে আখ্যা দিয়েছেন, তো কেউ আবার হনুমান চালিশা পাঠ করার পরামর্শ দিয়েছেন তাঁকে। অনেকে আবার অভিনেতার আগাম কোনও সিনেমা বা সিরিয়ালের প্রমোশনের অঙ্গ হিসেবে এই ভিডিও কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। সবমিলিয়ে শনির সকালে ছোটপর্দার বিনোদন জগতের ‘টক অফ দ্য টাউন’ হয়ে উঠেছেন রণজয়।

 

spot_img

Related articles

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...