Thursday, August 21, 2025

পাক হামলায় ভেঙেছে ভারতের যুদ্ধবিমান: এতদিনে স্বীকার সেনার সর্বোচ্চ আধিকারিকের

Date:

Share post:

পহেলগামে পাক হামলা, ভারতের অপারেশন সিন্দুর, পরবর্তীতে ক্রমাগত পাকিস্তানের ড্রোন হামলা। এই গোটা সময়ে কত তথ্য ভারতের মোদি সরকার গোপণ করেছে, তার হিসাব এখনও মেলানো শুরুই হয়নি। তার আগেই একটি বড় প্রশ্নের উত্তর দিলেন খোদ ভারতীয় সেনাবাহিনীর সিডিএস অনিল চৌহান (CDS Anil Chauhan)। যথাযথ উত্তর না দিলেও ভারতের যুদ্ধবিমান (fighter jet) যে ভেঙেছিল, তা স্বীকার করে নিলেন সিডিএস চৌহান। এতদিন পর্যন্ত পাকিস্তানের এই দাবি উড়িয়ে দিয়ে মৌনতা অবলম্বন করেছিল মোদি প্রশাসন। এবার চাপের মুখে সেই সত্যই স্বীকার করে নিলেন সেনাপ্রধান।

অপারেশন সিন্দুর (Operation Sindoor) চালিয়ে পাকিস্তানের ৯ জায়গায় জঙ্গি ঘাঁটি ধ্বংস করার কথা যতটা জাহির করেছেন মোদি, ততটাই চেপে রেখেছেন সেই হামলায় নিজেদের যুদ্ধবিমান খোয়া যাওয়ার কথা। পাকিস্তানের তরফ থেকে ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করার দাবি বারবার করা হলেও কোনও পাল্টা বক্তব্য দিতে চায়নি ভারতীয় বায়ুসেনা। এয়ার মার্শাল এ কে ভারতী সরাসরি উত্তর দেননি ভারতের কোনও রাফাল (Rafale) ধ্বংস হয়েছে কি না, সেই প্রশ্নের। শুধু জানিয়েছিলেন ভারতের বায়ুসেনার কর্মী বা আধিকারিক সকলেই নিরাপদ।

এবার সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন খোদ চিফ এফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান। ভারতের কোনও রাফাল, মিগ বা সুখোই ধ্বংস হয়েছে কি না সেই প্রশ্নের উত্তরে চৌহান জানান, হ্যাঁ। তবে কোন ধরনের বিমান ধ্বংস হয়েছে তা প্রকাশ করেননি চৌহান। এমনকি কোনও সংখ্যাও তিনি জানাননি স্পষ্ট করে। সিঙ্গাপুরের ব্লুমবার্গ সংবাদ মাধ্যমে একটি সাক্ষাৎকারের সময় প্রশ্নের উত্তরে শুধু তিনি প্রকাশ করেন, ভারতের অন্তত একটি যুদ্ধবিমান (fighter jet) ধ্বংস হয়েছে।

শুধুমাত্র যুদ্ধবিমানের ক্ষেত্রেই নয়, পহেলগাম হামলা পরবর্তীতে একাধিক বিষয় অন্ধকারে রেখেছে মোদি সরকার। ফ্রান্সের পক্ষ থেকে রাফালের ধ্বংসাবশেষ দেখে ভারতীয় রাফাল (Rafale) ধ্বংস হওয়ার সত্য জানানো হলেও অস্বীকার করার চেষ্টা করেছে নরেন্দ্র মোদির প্রশাসন। সেখানেই ভারতীয়দের অধিকারে মোদির কোপ নিয়ে সরব বাংলার শাসকদল তৃণমূল। রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষের দাবি, কেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রথম এই তথ্য প্রকাশ্যে আনবে? কেন এই তথ্য প্রথমে ভারতীয়দের, সংসদে বা জনপ্রতিনিধিদের তুলে দেওয়া হয়নি।

spot_img

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...