Sunday, November 9, 2025

অন্ধকারে দাঁতালের হামলা! নবজাতকসহ একই পরিবারের তিনজনের মৃত্যু

Date:

Share post:

বুনো দাঁতালের হানায় সদ্যোজাত শিশু-সহ একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু ফালাকাটার (Falakata) কুঞ্জনগরে। ঘটনায় প্রবল বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। একসঙ্গে তিনজনের মৃত্যুতে একদিকে এলাকায় শোকের ছায়া। অন্যদিকে বন দফতরের (forest department) সচেতনতা প্রচার শুরু।

শুক্রবার গভীর রাতের ঘটনা। আলিপুরদুয়ারের কুঞ্জনগরের সভাপতি মোড় এলাকায় ঝড়-বৃষ্টির কারণে তখন এলাকায় লোডশেডিং চলছিল। কিছুদিন ধরেই এলাকায় গরুচুরি হচ্ছিল। মধ্য রাতে ঘরের বাইরে বিকট আওয়াজ শুনে বাড়ির মালিক মনোজ দাস ভাবেন, বাড়িতে হয়তো গরুচোর ঢুকেছে। তিনি ঘর থেকে বেরিয়ে আসেন দেখতে। কিন্তু অন্ধকারে কিছু বুঝে ওঠার আগেই উঠোনে দাঁড়িয়ে-থাকা দাঁতাল হাতি (tusker) তাঁকে আক্রমণ করে। ঘুমের মধ্যে হঠাৎ ছেলের চিৎকার শুনে মনোজের মা মাখনরানি (৬৫) তাঁর সঙ্গে শুয়ে থাকা এক মাসের নাতনিকে কোলে নিয়ে ঘরের বাইরে আসেন। উঠোনে থাকা দাঁতালটি তাঁকেও পিষে দেয়।

সবথেকে মর্মান্তিক পরিণতি কোলের শিশুটির হয়। ঠাকুমার কোল থেকে ছিটকে পড়ে মৃত্যু হয় ৩৬ দিনের শিশুকন্যা মানসীর। পৃথিবীর নির্মমতা বুঝে ওঠার আগেই দাঁতালের (tusker) হামলায় প্রাণ দিতে হল নবজাতককে। তাঁদের চিৎকার শুনে পড়শিরা বেরিয়ে এলেও শেষরক্ষা হয়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। শনিবার সকালে বাসিন্দারা রাস্তায় টায়ার জ্বালিয়ে ও বাঁশ ফেলে দফায় দফায় পথ অবরোধ করেন। দুপুরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। বন দফতর (forest department) সূত্রে জানা গিয়েছে, নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবে ওই পরিবার।

spot_img

Related articles

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...