কালীগঞ্জ উপনির্বাচনে প্রচারে ঝড় তুলল তৃণমূল 

Date:

Share post:

মনোনয়ন পর্ব সেরে প্রচারে নেমে পড়েছেন প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ ওরফে লালসাহেবের কন্যা আলিফা আহমেদ। কালীগঞ্জ বিধানসভার প্রতিটি অঞ্চল চষে বেড়াচ্ছেন তিনি। লক্ষ্য, ভোটের ব্যবধান যতটা সম্ভব বাড়ানো। তাঁর প্রচারে স্পষ্ট বার্তা, কংগ্রেসকে ভোট মানেই বিজেপিকে পরোক্ষভাবে শক্তি জোগানো।

আলিফার দাবি, “দেশজুড়ে একমাত্র তৃণমূল কংগ্রেসই বিজেপির বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়েছে। কংগ্রেস সে সুযোগ পেয়েও বারবার ব্যর্থ হয়েছে। এমনকি অনেক জায়গায় কংগ্রেসের উপস্থিতিই বিজেপিকে সুবিধা দিয়েছে।”

কালীগঞ্জ বরাবরই তৃণমূলের ঘাঁটি। প্রয়াত লালসাহেবের জনপ্রিয়তা এখনও মানুষের মনে অটুট। সেই আবেগ এবং রাজনৈতিক পরিমণ্ডলে আলিফা আহমেদ হয়ে উঠেছেন নতুন মুখ, যাঁর উপর আস্থা রেখেছে দলীয় শীর্ষ নেতৃত্ব। কর্পোরেট দুনিয়া থেকে রাজনীতিতে আসা আলিফা মহুয়া মৈত্রর ছায়ায় অনুপ্রাণিত, আর তারই প্রতিফলন দেখা যাচ্ছে তাঁর তৎপরতায় ও জনসংযোগে।

শনিবার আলিফা দেবগ্রামের হাটগাছা অঞ্চলে সকালবেলায় প্রচার সারেন। সঙ্গে ছিলেন কালীগঞ্জ ব্লক সভাপতি দেবব্রত মজুমদার, অঞ্চল সভাপতি জাকির হোসেন, নদিয়া জেলা পরিষদের সদস্য সাইদুল্লাহ শেখ-সহ অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দ। বিকেল ও সন্ধ্যায় তিনি বাড়ি-বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তুলে ধরেন দলীয় বার্তা ও নিজের অবস্থান।

দলের কর্মীরা বলছেন, প্রচারে অভূতপূর্ব সাড়া মিলছে। ১৯ জুনের উপনির্বাচনে ভোটগ্রহণ এবং ২৩ জুনের ফলপ্রকাশ— এই দুই দিনই কালীগঞ্জের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। আর এখনই আভাস মিলছে, তৃণমূল কংগ্রেস ফের বিজয়ীর হাসি হাসতে চলেছে।

আরও পড়ুন – অন্ধকারে দাঁতালের হামলা! নবজাতকসহ একই পরিবারের তিনজনের মৃত্যু

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

শংসাপত্র জমা না দিলে সংরক্ষণের সুবিধা মিলবে না, জানাল এসএসসি

নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। উত্তরপত্রও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। এরই মাঝে কমিশনের তরফে জানানো হয়েছিল,...

উত্তরবঙ্গে হাতির গতিবিধি নজরদারিতে বিশেষ অ্যাপ চালু বন দফতরের 

উত্তরবঙ্গের জঙ্গলাঞ্চলে হাতির অবস্থান ও চলাচল নিয়ে এবার ডিজিটাল উদ্যোগ নিল রাজ্য বন দফতর। কার্শিয়াং বনবিভাগ ও একাধিক...

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের, ছাড়পত্র মন্ত্রিসভার বৈঠকে

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার (Factory) জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের। ওই জমির ৩৫৫ একর আনুষ্ঠানিক ভাবে...

নবমী থেকেই বাড়বে বৃষ্টি: এক সপ্তাহের পূর্বাভাস শোনালো আবহাওয়া দফতর

আগে যেমন পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর, তার ব্যতিক্রম হল না মহাপঞ্চমীর পূর্বাভাসে। আপাতত নবমী পর্যন্ত যেভাবে মেঘ-বৃষ্টিকে সঙ্গী...