Wednesday, December 17, 2025

টি২০-তে ফোকাস করতে ওডিআইকে বিদায় গ্লেন ম্যাক্সওয়েলের

Date:

Share post:

২০২৬ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup)। সেই কথা মাথায় রেখেই বড় সিদ্ধান্ত গ্লেন ম্যাক্সওয়েলের(Glenn Maxwell)। ওডিআই ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সাফল্যের অন্যতম নেপথ্য কারিগড় ছিলেন এই তারকা ক্রিকেটার। সেখানে দ্বিশতরানও ছিল ম্যাক্সওয়েলের(Glenn Maxwell) ঝুলিতে। এবার সেই ফর্ম্যাটকেই বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার অস্ট্রেলিয়ার(Australia) জার্সিতে ওডিআই ফর্ম্যাটে নেমেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু সেখানে নিজের সেরা পারফরম্যান্স দিতে ব্যর্থ হয়েছিলেন ম্যডম্যাক্স। সেই সময়ই নাকি সিদ্ধান্তটা কার্যত নিয়ে ফেলেছিলেন। এছাড়াও ওডিআই ক্রিকেটের যে ধকল হয়, তাও নাকি এখন আর নিতে পারছেন না তিনি। সেই কথা মাথায় রেখেই ওডিআই ফর্ম্যাট থেকে বিদায় নিলেন গ্লেন ম্যাক্সওয়েল(Glenn Maxwell)।

ম্যাক্সওয়েল জানিয়েছেন, “আমি অনুভব করতে পেরেছিলাম যে দলকে খানিকটা হলেও আমিই হয়ত পিছিয়ে দিচ্ছি। আমি নির্বাচক কমিটির চেয়ারম্যানের জর্জ বেইলির সঙ্গে কথা বলেছিলাম এবং তাঁকেই জিজ্ঞাসা করেছিলাম আগামী দিনে আমরা কেমনভাবে এগোতে চলেছি। সেখানেই ২০২৭ ওডিআই বিশ্বকাপ নিয়ে কথা হয়েছিল এবং আমি তাঁকে জানিয়ে দিয়েছিলাম যে সেই প্রতিযোগিতায় আমার পক্ষে খেলা সম্ভব নয়। আমার জায়গায় নতুন কোনও ক্রিকেটারকে নিয়ে আসার পরিকল্পনাই এখন থেকে শুরু করে দেওয়া উচিৎ”।

এবারের আইপিএলেও সেভাবে নিজের পারফরম্যান্স প্রদর্শন করতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯টি ওডিআই ম্যাচে ৩৯৯০ রান রয়েছে গ্লেন ম্যাক্সওয়েলের। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও সাফল্য রয়েছে তাঁর। ৭৭টি উইকেট রয়েছে তাঁর, সেইসঙ্গে চারবার ৪ উইকেটও রয়েছে এই তারকা ক্রিকেটারের ঝুলিতে। এবার সেই ফর্ম্যাট থেকেই বিদায় নিলেন গ্লেন ম্যাক্সওয়েল।

spot_img

Related articles

খুচরো ব্যবসায়ীদের পাশে রাজ্য, বাংলার প্রতিটি জেলা ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড: ঘোষণা মুখ্যমন্ত্রীর

খুচরো ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে রাজ্যের প্রতিটি জেলায় ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড (Traders Welfare Board) গঠন করবে সরকার। বুধবার, নেতাজি...

হরিণঘাটায় আইসক্রিম কারখানায় বিস্ফোরণ! ছিন্নভিন্ন মালিকের দেহ, আহত ১

নদিয়ার হরিণঘাটায় আইসক্রিম কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বুধবার সকালে বিরহী-১ গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়া এলাকায় এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কারখানার...

শহরতলি-মফঃস্বলে যানজটের মোকাবিলার বেসরকারি সংস্থাকে দিয়ে সমীক্ষা শুরু রাজ্যের

শহরতলি ও মফঃস্বল এলাকায় ক্রমবর্ধমান যানজটের সমস্যা (West Bengal Traffic) মোকাবিলায় পথ খুঁজতে বেসরকারি সমীক্ষা সংস্থাকে দিয়ে সমীক্ষা...

মেসির ভারত সফরের টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন, সমালোচনায় সরব হাবাস

অনিশ্চয়তার অন্ধকারে ভারতীয় ফুটবল, সেখানে লিও মেসিকে(Messi) এনে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। এই নিয়ে আগেই সমালোচনা...