Wednesday, August 20, 2025

বড় সিদ্ধান্ত রাজ্যের, একাধিক দফতরে নিয়োগের ছাড়পত্র মন্ত্রিসভায় 

Date:

Share post:

ফের বড়সড় নিয়োগের পথে হাঁটছে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরে মোট ৩৩৬টি পদ সৃষ্টির ছাড়পত্র দেওয়া হয়েছে। পাশাপাশি বহু শূন্যপদ পূরণের অনুমোদনও দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

স্বরাষ্ট্র, স্বাস্থ্য, আইন, অর্থ ও পুর দফতরের জন্য এই পদগুলি তৈরি করা হচ্ছে। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম-দশম, একাদশ-দ্বাদশ এবং উচ্চ প্রাথমিকে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের জন্য নতুন বিধি অনুমোদন পেয়েছে। এসএসসি ইতিমধ্যেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বৈঠকের আরেকটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত—মুর্শিদাবাদ জেলায় ফরাক্কাকে নতুন মহকুমা হিসেবে স্বীকৃতি দেওয়া। ফরাক্কা, সামশেরগঞ্জ, সূতি-১ ও সূতি-২ ব্লক নিয়ে তৈরি হচ্ছে এই নয়া মহকুমা, যা এতদিন জঙ্গিপুর মহকুমার অন্তর্ভুক্ত ছিল। জনসংখ্যা এবং প্রশাসনিক চাপের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী আগেই ফরাক্কায় মহকুমা গঠনের কথা ঘোষণা করেছিলেন। এবার তা আনুষ্ঠানিক রূপ পেল।

নতুন মহকুমার প্রশাসনিক পরিকাঠামো গড়ে তুলতে রাজ্য মন্ত্রিসভা ১০৯টি চুক্তিভিত্তিক পদ সৃষ্টির সিদ্ধান্তও নিয়েছে। এছাড়াও, সরকারি আইন দফতরের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। দফতরের অগ্রগতি কাঙ্ক্ষিত নয় বলেই মন্তব্য করেন তিনি। দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রী মলয় ঘটক ও চন্দ্রিমা ভট্টাচার্যকে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী ফের পরিষ্কার জানিয়ে দিয়েছেন, নীতিগত কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁকে জানানো বাধ্যতামূলক। প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও গতি আনতে এদিনের মন্ত্রিসভার বৈঠকে কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন – সীমান্তরক্ষায় নয়া উদ্যোগ, গঠিত হতে চলেছে ‘ফ্লোটিং আউটপোস্ট’ 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...