ফের রাজ্যের অর্থ দফতরে (Finance Department) হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্নে (Nabanna) গিয়ে সাধারণত প্রথমে নিজের দফতরেই যান মুখ্যমন্ত্রী। তবে মঙ্গলবার ঘটল ব্যতিক্রম। ১৪তলায় নিজের দফতরে না গিয়ে আচমকা ১২ তলায় অর্থ দফতরে হাজির হন তিনি। কাজকর্ম খতিয়ে দেখতেই এই ‘সারপ্রাইজ ভিজিট’ বলে জানা গিয়েছে।

অর্থ দফতরে (Finance Department) গিয়ে মুখ্যমন্ত্রী কথা বলেন, আধিকারিক ও কর্মীদের সঙ্গে। কেউ কেউ ছবি তোলার অনুরোধ জানালে, হাসি মুখে সম্মতি দেন মমতা। খবর পেয়ে অর্থসচিব প্রভাত মিশ্রও নিজের ঘর থেকে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

সূত্রের খবর, বেশ কিছুক্ষণ সেই দফতরে কাটান তিনি। সরকারি কাজ, ফাইল সংক্রান্ত আলোচনা হয়। পরে নিজের ১৪ তলার দফতরে ফিরে যান মুখ্যমন্ত্রী।
আরও খবর: কেন্দ্রের ছাড়পত্র মেলেনি, আদানি গোষ্ঠীর সঙ্গে তাজপুরে বন্দর তৈরির চুক্তি বাতিল

নবান্নে অন্য দফতরে মুখ্যমন্ত্রীর আচমকা পরিদর্শন নতুন নয়। এর আগেও ভূমি দফতর, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ২০২৩ সালের মার্চ মাসে স্বরাষ্ট্র দফতরে গিয়ে কর্মীদের অনুপস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। ফের ২ বছর পর অর্থ দফতরে তাঁর এমন পরিদর্শন প্রশাসনিক মহলে তৎপরতা বাড়িয়েছে বলেই খবর।

–

–

–

–

–

–

–
–
–
–