Friday, December 26, 2025

হাস্যকর! অনুব্রতর বিরুদ্ধে লড়তে গিয়ে নিজেরাই মারামারি করল বিজেপি, কটাক্ষ কুণাল ঘোষের 

Date:

Share post:

অনুব্রত মণ্ডল তৃণমূলের নেতা হওয়া সত্ত্বেও হঠাৎ তাঁকে নিয়ে মারামারিতে জড়িয়ে পড়লেন বিজেপি কর্মীরা। মঙ্গলবার করুণাময়ী সংলগ্ন এলাকায় অশ্রাব্য ভাষায় গালিগালাজ, হাতাহাতিতে জড়িয়ে পড়ল বিজেপির কর্মীরা। বেশ কয়েকদিন ধরেই অনুব্রত মণ্ডলকে নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোন করে অশ্রাব্য গালিগালাজ এবং তাঁর মা ও স্ত্রীয়ের নাম নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

অনুব্রতকে ইতিমধ্যে দু–দু’বার নোটিস পাঠিয়েছে পুলিশ। কিন্তু দু’বারই হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। এবার তাঁকে গ্রেপ্তারির দাবিতেই বিক্ষোভ দেখতে শুরু করেন বিজেপির কর্মী-সমর্থকরা। বিধাননগরের চারটি মণ্ডলের বিজেপি কর্মীরা, মণ্ডলের সভাপতিরা জড়ো হন করুণাময়ীতে। কিন্তু সমস্যা শুরু হয় বিজেপি নেতা পীযূষ কানোরিয়াকে নিয়ে। কর্মীদের অভিযোগ পীযূষ এসে হম্বিতম্বি শুরু করে দেন। তাঁর সঙ্গীরা বিনা কারণেই তাঁদের মারধর করেন। মার খেয়ে কপাল ফুলে গিয়েছে বিজেপি কর্মী পার্থ করের।

বিধাননগর ৪ মণ্ডলের প্রেসিডেন্ট অতীশ দীপঙ্কর অভিযোগ জানান অনুব্রতর বিরুদ্ধে মিছিল করতে বাধা দিচ্ছিলেন পীযুষ। কর্মীরা বাধা দিতেই মারধর শুরু করেন। মঙ্গলবার কলকাতায় অনুব্রত মণ্ডলকে নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে পথে নেমে গেরুয়া শিবির কার্যত দুই গোষ্ঠীতে ভাগ হয়ে গেল। কর্মসূচি শুরুর আগেই সব আটকে গেল একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলে। তার মধ্যেই কারও মাথায় আঘাত, কেউ রাস্তায় পড়ে গড়াগড়ি দিলেন।

এই প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। এদিনের সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ”অনুব্রতর বিরুদ্ধে প্রতিবাদ করতে যাচ্ছে, সেখানে নিজেদের মধ্যে মারামারি করছে, এবার বুঝুন, এই হচ্ছে বিজেপি! এদের নিজেদের দলেরই একটা অংশের অন্য অংশের ওপর আস্থা নেই। বাংলার মানুষ কেন আস্থা রাখবেন? বাংলার শত্রু এরা, বাংলার অধিকারকে বঞ্চনা করে, কুৎসা করে, বকেয়া দেয়না। সার্কাস পার্টি তাই ওখানে গিয়ে সার্কাস দেখিয়েছে। নিজেদের মধ্যে মারামারি করছে।”

আরও পড়ুন – গ্রেফতারি এড়াতে তৎকালীন বাম সরকারকে ‘কথায়’ কুৎসা দীপক ঘোষের: কুণাল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...