শিক্ষা ব্যবস্থার মধ্যে খেলাধূলার(Sports) অন্তর্ভূক্তি আরও বেশি করে প্রয়োজন। কলকাতায় এসে প্যারালিম্পিকে প্রথম ভারতী মহিলা হিসাবে পদকজয়ী ও পদ্মশ্রী দীপা মালিক(Dipa Malik) এমনই বার্তা দিলেন। কয়েকদিন আগেই শহরে হয়ে গেল এডুকেশন বোর্ড অব ভোকেশনাল ট্রেনিংয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানেই খেলাধূলাকে আরও বেশি জোর দেওয়ার বার্তা দিলেন দীপা মালিক। তাঁর পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার প্যারা সুইমার রিমো সাহা এবং প্রাক্তন জাতীয় ফুটবলার আলভিটো ডি কুনহা।

পুরস্কার বিতরণী সেই অনুষ্ঠান থেকে দীপা মালিক(Dipa Malik) বলেন, “দেশের শিক্ষা পরিকাঠামো উন্নয়নের জন্য প্যারা এথলিটদের প্রাধ্যান্য দেওয়ার পাশাপাশি স্পেশাল এডুকেশন তথা ইনক্লুশনের উপরও স্কুলকে বিশেষ নজর দিতে হবে”।

দীপা মালিক আরও জানান, “আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দেশে চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে বিশ্ব প্যারা অ্যাথলিট চ্যাম্পিয়নশিপের আসর। যা দেশের সমগ্র ক্রীড়াপ্রেমী মানুষদের কাছে এক বিশেষ আনন্দের বিষয়। রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে এই বিশাল কর্মকাণ্ড। যেখানে বিশ্বের ১০০টি দেশের মোট ১,০০০ হাজার প্রতিযোগী-প্রতিযোগিনী অংশগ্রহণ করবেন”।

–

–

–

–

–

–

–

–
–
–
–
–