Sunday, August 24, 2025

অভিজ্ঞতা-মতামত লিখিতভাবে বিদেশ মন্ত্রককে জানাবেন: পাঁচ দেশের সফর সেরে ফিরে জানালেন অভিষেক

Date:

Share post:

পাকিস্তানের সন্ত্রাসবাদ, পহেলগাম হামলা ও অপারেশন সিন্দুর-এর কথা বিশ্ববাসীকে জানাতে সংসদীয় সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হয়ে পাঁচটি দেশে সফর সেরে মঙ্গলবার রাতে কলকাতা পৌঁছলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বিদেশমন্ত্রী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের ডাক দিয়েছেন। কিন্তু জরুরি কাজে রাজ্যে ফিরে এসেছেন অভিষেক। সেই কারণে তিনি তাঁর অভিজ্ঞতা এবং মতামত লিখিতভাবে বিদেশ মন্ত্রকে জানাবেন।

জাপান থেকে মালয়েশিয়া- পাঁচটি দেশে ঘুরে সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের অবস্থান এবং পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন সংসদীয় সর্বদলীয় প্রতিনিধিরা। এই দলে নজর কড়া পারফরমেন্স তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কূটনৈতিক মহল থেকে শুরু করে প্রবাসী ভারতীয়রা- সবাই মুগ্ধ তাঁর বক্তৃতায়। বিদেশের মাটিতে স্বদেশের মনীষীদের শ্রদ্ধা জ্ঞাপন করতেও ভোলেননি তৃণমূল সাংসদ।

সফর সেরে মঙ্গলবার অধিক রাতে কলকাতায় (Kolkata) ফেরেন অভিষেক (Abhishek Bandyopadhyay)। সেখানে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে, তিনি জানান, বিদেশমন্ত্রী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন। তবে সেই বৈঠকে উপস্থিত থাকতে পারছেন না অভিষেক। ইতিমধ্যেই রাজ্যে উপনির্বাচন ঘোষণা হয়েছে। একই সঙ্গে অভিষেকের সংসদীয় এলাকার ডায়মন্ড হারবারেও কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সেই কারণেই তিনি কলকাতায় ফিরে এসেছেন। তবে এই সফর সম্পর্কে তাঁর যা অভিজ্ঞতা এবং মতামত সেটা তিনি লিখিত আকারে বিদেশ মন্ত্রককে জানিয়ে দেবেন। এবং সেটা জানানোর পরে তিনি সংবাদ মাধ্যমকেও সে সম্পর্কে জানাবেন।

 

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...