Monday, November 17, 2025

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা-মিথ্যাচারের বিরুদ্ধে শুক্রবার প্রতিবাদ মিছিল মহিলা তৃণমূলের 

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে ব্যক্তিকুৎসায় নেমেছে বাম-বিজেপি-কংগ্রেসের একদল নিকৃষ্টশ্রেণির লোকজন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শৈশবের একটি ছবি যেখানে তাঁর বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। সেই ছবি তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় বিকৃত প্রচার চালাচ্ছে অতৃপ্ত আত্মার দল। এর বিরুদ্ধে আগেও প্রতিবাদে গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেস।

বৃহস্পতিবার ফের একবার প্রতিবাদ করা হয় দলের তরফে। কারণ বিজেপির মাথা মোড়ানো এক স্বঘোষিত নেতা ও আরও কিছু কুৎসিত মানসিকতার তথাকথিত রাজনৈতিক কারবারিরা কুৎসা-মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে এবার শুধু মুখে নয়, রাস্তায় নেমে প্রতিবাদ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগামিকাল শুক্রবার বেলা সাড়ে ৩টেয় ট্র্যাঙ্গুলার পার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত বিশাল মিছিল করবে তৃণমূল মহিলা কংগ্রেস। নেতৃত্বে থাকবেন মন্ত্রী ও সংগঠনের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টচার্য। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে নোংরা ভাষা ব্যবহার করা হচ্ছে ও কুৎসা-অপপ্রচার করা হচ্ছে তার বিরুদ্ধেই আমরা মহিলারা রাস্তায় নামছি।

একজন মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এ-ধরনের কুৎসা ও অপপ্রচার করা যায় কি? প্রশ্ন চন্দ্রিমার। বিষয়টি নিয়ে আগেও প্রতিবাদ করেছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। এদিন তিনি ফের বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বাবা-মায়ের ছবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে যে বিকৃত মানসিকতার উদাহরণ দেখা যাচ্ছে তা নিন্দনীয়। তৃণমূল কংগ্রেস এর প্রতিবাদ করেছে, করবেও। অনেকে কুৎসা করে মমলার ভয় পাচ্ছেন। কিন্তু একজন মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা, অপপ্রচার করবেন আর মামলার ভয় পাবেন? তৃণমূল কংগ্রেস এ ধরনের নোংরা রাজনীতি করে না। আমরাও অনেক কিছু দেখি, শুনি। কিন্তু সেগুলো নিয়ে বিকৃত প্রচার করি না। কুণাল মনে করিয়ে দিয়েছেন, দয়া করে যাঁরা এসব করছেন ‘স্মৃতি থেকে বিস্মৃত হবেন না’। আমরা প্রশ্ন তুলতে পারি মানসী সোনি কে? যাঁরা এসব বলছেন তাঁদের শীর্ষ নেতৃত্ব থেকে বঙ্গ নেতৃত্ব— অনেক মণিমাণিক্য ছড়িয়ে রেখেছেন। আপনাদের দলের অন্দর থেকে অনেক অভিযোগ উঠেছে। আপনাদের লজ্জা করে না, অভিষেকের শৈশবের ছবি নিয়ে রাজনীতি করছেন। আর কাদা ছেটাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে। ছিঃ।

আরও পড়ুন – বিহার ভোটের আগে এনডিএর গলায় কাঁটা নীতিশ! মুখ্যমন্ত্রী পদ নিয়ে চাপানউতোর তুঙ্গে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...