কেরালার উপকূলে সিঙ্গাপুরের (Singapore) পণ্য জাহাজে (Cargo Ship) বিস্ফোরণ। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ মুম্বইয়ের মেরিটাইম অপারেশনস সেন্টার কোচিতে বিস্ফোরণের খবর পায়। খবর পাওয়া মাত্রই কেরালার উপকূলে পৌঁছছে ভারতীয় যুদ্ধজাহাজ NIS সুরত। পাঠানো হয়েছে নৌসেনার বিমানও।

সূত্রের খবর, সিঙ্গাপুরের ২৭০ মিটার লম্বা পণ্য জাহাজ MV ওয়ান হাই ৫০৩ ৭ জুন কলম্বো থেকে রওনা হয়ে মুম্বইয়ের (Mumbai) দিকে যাচ্ছিল। ১০ জুন গন্তব্যে পৌঁছানোর কথা ছিল। কিন্তু তার মাঝেই এই বিপত্তি।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ সিঙ্গাপুরের জাহাজটিতে (Cargo Ship) বিস্ফোরণ ঘটার খবর যায় মুম্বইয়ের মারিটাইম অপারেশনস সেন্টারে। এরপরেই বিষয়টি কোচির দফতরে জানানো হয়। তৎপর হয়ে পদক্ষেপ গ্রহণ করে ভারতীয় নৌসেনা। খবর পেয়েই ভারতের যুদ্ধ জাহাজ আইএনএস সুরতকে ঘটনাস্থলে পাঠানো হয় যেটি সেই সময় কোচির দিকে আসছিল। দ্রুত যুদ্ধজাহাজটিকে কেরালার উপকূলে বিস্ফোরণস্থলে যাওয়ার বার্তা দেওয়া হয়। নৌসেনা ঘাঁটি থেকে নৌসেনার একটি বিমানও পাঠানো হয়। গোটা পরিস্থিতি উপর নজরদারি করতে এবং প্রয়োজনে উদ্ধারকাজে সাহায্য করতে নৌসেনার বিমানটি পাঠানো হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে।
আরও খবর: আন্তর্জাতিক ক্ষেত্রে বড় দায়িত্বে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়

–

–

–

–

–

–

–
–
–
–
–


