Friday, December 5, 2025

চেনাব সেতু অনেক আগেই শুরু হয়েছিল: তৃণমূলের দাবি মেনে নিলেন নাড্ডা

Date:

Share post:

হাতে পতাকা নিয়ে একের পর এক ভিডিওগ্রাফারের সামনে দিয়ে হেঁটে চেনাব সেতু উদ্বোধনের যে কৃতিত্ব নরেন্দ্র মোদি (Narendra Modi) একাই নেওয়ার চেষ্টা করেছিলেন তার মুখোশ আগেই খুলে দিয়েছিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার সেই সত্যিই মেনে নিলেন বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। তবে কোনওভাবেই বাংলার মুখ্যমন্ত্রীকে কৃতিত্ব দিতে নারাজ বিজেপি। তাই উচ্চারণ করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাম।

তৃণমূল কংগ্রেসের সাংসদ সাগরিকা ঘোষ থেকে ডেরেক ও’ব্রায়েন একের পর এক তথ্য তুলে ধরে প্রকাশ্যে এনেছিলেন চেনাব নদীর উপর রেল ব্রিজ (Chenab rail bridge) দীর্ঘদিনের এক পরিকল্পনা। ২০০৯-১০ রেল বাজেটে উধমপুর থেকে বারামুলার রেল প্রকল্পে ১৯৪৯ কোটি টাকা ঘোষণা করেছিলেন তৎকালীন রেল মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রেল পথের একটি অংশে ট্রেন চলাচল শুরু হওয়ার ছবিও তুলে ধরা হয়। যেখানে প্রধানমন্ত্রী মনমোহন সিং ও রেলমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন।

এবার সেই কথাই স্বীকার করতে বাধ্য হলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সভাপতি জে পি নাড্ডা। দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে নাড্ডা (J P Nadda) বলেন নরসিমা রাও-এর সময়ে ১৯৯৫ সালে এই চেনাব সেতুর (Chenab rail bridge) প্রস্তাব প্রথম রাখা হয়েছিল। এরপর অটল বিহারী বাজপেয়ীর সময়ে সেই প্রকল্পের শিলান্যাস হয়। তা সম্পূর্ণ করেন নরেন্দ্র মোদি।

মোদির বাহবা তুলে ধরতে গিয়েও শেষ পর্যন্ত তৃণমূলের চাপেই আসল সত্যিই প্রকাশ্যে আনতে হল বিজেপিকে। বিশ্বের উচ্চতম রেল প্রকল্পের শিলান্যাস যে অটল বিহারী বাজপেয়ীর সময়ে হয়েছিল তা স্বীকার করে বিজেপি মেনে নিতে বাধ্য হল রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সময়েই শুরু হয়ে গিয়েছিল এই প্রকল্প। যা শুধুমাত্র সমাপ্ত করেই সব কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)।

spot_img

Related articles

Road to London: ভারত থেকে সড়ক পথে ১৬০০০ কিলোমিটার পাড়ি

এককালে নাকি কলকাতা থেকে লন্ডন বাস চলত। তবে সেসব সোনালি অতীত পেরিয়ে জাহাজের পরে, এখন বিমানের যুগ। কিন্তু...

বাগদানের আংটি উধাও, বিয়ে বিতর্কের পর প্রথমবার সমাজ মাধ্যমে এলেন স্মৃতি

বিয়ে নিয়ে জটিলতার মধ্যেই প্রথমবার সমাজ মাধ্যমে এলেন স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)। গত কয়েক সপ্তাহ ধরেই চর্চায় স্মৃতি-পলাশের সম্পর্ক। ...

সুপ্রিম নির্দেশের দুদিন পরেও চুপ কেন্দ্র! ফের মামলা করার পর শুক্রে দেশে ফিরলেন সোনালি

কেন্দ্রের ঔদ্ধত্যের চরম নিদর্শনের সাক্ষী বীরভূমের সোনালি খাতুন। সুপ্রিম কোর্টের এক দিন নয়, দুদিন ধরে নির্দেশ দিয়েছে বাংলাদেশে...

আইএসএল আয়োজন নিয়ে বড় সিদ্ধান্ত ক্লাব জোটের, শুধু ব্যতিক্রমী ইস্টবেঙ্গল

দেশের শীর্ষ লিগ নিজেদের উদ্যোগে চালানোর জন্য এআইএফএফ ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে সম্মিলিত চিঠি পাঠাল আইএসএলের ১৩টি ক্লাব(ISL Clubs)।...