Sunday, August 24, 2025

হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ২৯ বর্ষীয় পুরানের

Date:

Share post:

মাত্র ২৯ বছরেই অবসর! মঙ্গলবার হঠাত্ই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ওয়েস্ট ইন্ডিজের(West Indies) তারকা ক্রিকেটার নিকোলাস পুরান(Nicholas Pooran)। যদিও কী কারণে এমন সিদ্ধান্ত তিনি নিয়েছেন তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। এবারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টস শিবিরে ছিলেন নিকোলাস পুরান(Nicholas Pooran)। কিন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগ না পাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছেন নিকোলাস পুরান।

২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে অভিষেক হয়েছিল নিকোলাস পুরানের। এরপর ওয়েস্ট ইন্ডিজের হয়ে বহু ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স করেছেন তিনি। এমনকী ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছেন নিকোলাস পুরান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওডিআই ফর্ম্যাটে শেষবার তাঁকে দেখা গিয়েছিল ২০২৩ সালে এবং টি টোয়েন্টি ফর্ম্যাটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে নিকোলাস পুরান খেলেছিলেন ২০২৪ সালে। শেষ টি টোয়েন্টি বিশ্বকাপেও ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে দেখা গিয়েছিল তাঁকে।

কিন্তু সেই পুরানই এবার নিজের প্যাড গ্লাভস তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানিয়েছেন, “দীর্ঘ ভাবনার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তই নিয়েছি”।

এরপরই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কী ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের তরফে তাঁকে বিশ্রাম দেওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নিলেন তিনি। এই নিয়েই এখন বিশ্ব ক্রিকেট মহলে চর্চা তুঙ্গে পৌঁছেছে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬১টি টি টোয়েন্টি ম্যাচের পাশাপাশি ১০৬টি ওডিআই ম্যাচ খেলেছেন নিকোলাস পুরান। শুধুমাত্র তাই নয় তাঁর ক্যারিবিয়ান জার্সিতে রান রয়েছে ৪০০০। সেই নিকোলাস পুরানই এবার অবসরে।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...