ঋষভের ছক্কায় ভাঙল ছাদ

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে বিধ্বংসী মেজাজে ঋষভ পন্থ(Rishabh Pant)। বিরাট ছক্কায় ভাঙলেন স্টেডিয়ামের(Stadium) ছাদ। আর পন্থের এই পারফরম্যান্স যে ভারতীয় শিবিরকে অনেকটাই স্বস্তি দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগেই ভারতীয় দলের সহ অধিনায়কের দায়িত্ব উঠেছিল ঋষভ পন্থের(Rishabh Pant) কাঁধে। টেস্টে নামার আগে নিজেদের মধ্যেই একটা প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেখানেই ঋষভ পন্থের এই পারফরম্যান্স যে গম্ভীর(Gautam Gambhir), গিলদের(Shubman Gill) বাড়তি আত্মবিশ্বাস যোগাবে তা বলার অপেক্ষা রাখে না।

প্রস্তুতি ম্যাচে শুরু থেকেই এদিন আক্রমণাত্মক মেজাজে ছিলেন ঋষভ পন্থ। সেখানেই ওয়াশিংটন সুন্দরের(Washington Sundar) বোলিংয়ের বিরুদ্ধে বিরাট ছক্কা হাঁকান ভারতীয় টেস্ট দলের নতুন সহ অধিনায়ক ঋষভ পন্থ(Rishabh Pant)। টেস্ট হোক কী ওডিআই। বরাবরই আক্রমণাত্মক মেজাজে খেলতেই ভালোবাসেন ঋষভ পন্থ। টেস্ট ফর্ম্যাটে পাঁচ নম্বর কিংবা ছয় নম্বরে নামবেন তিনি। কিন্তু ঋষভ পন্থ যে নিজের স্টাইল একেবারেই বদলাবেন না তা বলার অপেক্ষা রাখে না।

এদিন ওয়াশিংটন সুন্দরের বিরুদ্ধেই হাঁকান সেই অবাক করা শট। আর তাতেই স্টেডিয়ামের ছাদ ভেঙে গিয়েছে। ঋষভ পন্থের এমন ম্যামথ শট দেখে গম্ভীর, গিলদের মুখে যে এখন চওড়া হাসি তা বলার অপেক্ষা রাখে না। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ। সেখানে কিন্তু ঋষভ পন্থের পারফরম্যান্স খুব একটা খারাপ নয়। ইংল্যান্ডের মাঠে ১৭ ইনিংসে ৫৫৬ রান রয়েছে ঋষভ পন্থের।

সেইসঙ্গে এখানে দুটো সেঞ্চুরি এবং একটি অর্ধশতরানও রয়েছে ভারতীয় দলের নতুন সহ অধিনায়কের। সেই ধারা ঋষভ পন্থ যদি এবারও ধরে রাখতে পারেন তাহলে ইংল্যান্ডের ঘরের মাঠে ভারত কোনও অঘটন ঘটালে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। ইংল্যান্ডের মাটিতে ২০২২ সালেই ঋষভ পন্থের সেই ১৪৬ রানের ইনিংস এখনও সকলের স্মৃতিতে টাটকা রয়েছে। সেই ম্যাচে ভারতের ত্রাতার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।

এবার কিন্তু প্রস্তুতি ম্যাচ বেশ ভালো ফর্মেই রয়েছেন ঋষভ পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে ২০ জুন থেকে শুরু টেস্ট সিরিজ। সেখানেও ঋষভ পন্থ নিজের পারফরম্যান্স ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সহজ জয়, কোন অঙ্কে বিশ্বকাপের সেমিতে ভারত?

ভাইফোঁটার দিনেই মহিলাদের একদিনের বিশ্বকাপে(ICC Women World cup) সেমিফাইনালে স্থান নিশ্চিত করল ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৩...

সিরিজ হারের দিনেই বিরাট প্রশ্ন কোহলির ভবিষ্যৎ নিয়েও

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয়একদিনের ম্যাচে হারতে হয়েছে ভারতীয় দলকে(India Team)। সেই সঙ্গে সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে...

ইস্টবেঙ্গলকে টিপ্পনি দেবাশিসের, ফেডারেশনকে তোপ সৃঞ্জয়ের

আইএফএ শিল্ড(IFA Shiled) জয়ের জন্য ভাইফোঁটার বিকেলে পতাকা উত্তোলন হল মোহনবাগান ক্লাবে (Mohunbagan) । পতাকা উত্তোলন করলেন ক্লাবের...

ফের শূন্যতেই আউট, বিরাট প্রশ্নের মুখে কোহলির কেরিয়ার

রানের খরা কিছুতেই কাটছে না বিরাট কোহলির(Virat kohli)। পারথের পর অ্যাডিলেড। ০ রানেই আউট হলেন কিং কোহলি। সেই...