টলিউড পরিচালক সিদ্ধান্ত দাস (Siddhant Das) ওরফে ভিক্টো মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে ঠাকুরপুকুরে পথচারীকে খুনের ঘটনায় বয়ান দিলেন তাঁর দুই বান্ধবী। বাজারের জনবহুল এলাকায় পথচারীকে ধাক্কা দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে পরিচালকের বিরুদ্ধে বিরুদ্ধে । রাতভর পার্টি করার পর ভোরবেলা উন্মত্ত অবস্থায় যেভাবে টেলিপাড়ার পরিচালক (tollywood director) গাড়ি চালিয়েছেন তাতে ঠাকুরপুকুর এলাকার একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পথচারী আহত হয়েছেন। ভিক্টোর গাড়ির ধাক্কায় বাখরাহাটের বাসিন্দা আমিনুর রহমানের মৃত্যু হতেই ক্ষোভে ফেটে পড়েন আমজনতা। নিন্দার সরব হয় টলিউড (Tollywood)। যখন এই ঘটনাটি ঘটে, তখন ভিক্টোর গাড়িতে ছিলেন তাঁরই দুই বান্ধবী অভিনেত্রী ঋ এবং এক নামী চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু (Shriya Basu)। লালবাজারে (Lalbazar)তরফে এবার এই দুজনের বয়ান রেকর্ড করা হল।

পুলিশ সূত্রে জানা গেছে সংশ্লিষ্ট বিষয়ে পরিচালক ভিক্টোর বিরুদ্ধে গিয়েই তাঁর দুই বান্ধবী ঋ ও শ্রিয়া বয়ান দিয়েছেন যে, যখন প্রথমবারের জন্য ধাক্কা দিয়ে ভিক্টো গাড়ি থামিয়ে দেয়, তখনই তাঁরা দুজনই তাঁকে থামতে বলেছিলেন। গাড়ি চালাতেও বারণ করা হয়েছিল। কিন্তু ভিক্টো কথা শুনতে চাইনি, বলেন অভিনেত্রী ঋ। এই দুজনের বয়ানের ভিত্তিতে অভিযুক্ত পরিচালক ভিক্টোর বিরুদ্ধে চার্জশিটের প্রস্তুতি নিচ্ছে লালবাজার (KP)।

–

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–
–