২১ জুলাই-এর পোস্টারে কেন নেই অভিষেকের ছবি! ব্যাখ্যা দিলেন তৃণমূল নেতৃত্ব

Date:

Share post:

২১ জুলাই-এ প্রচারে ছবি, পোস্টার, ব্যানার প্রকাশ করেছে তৃণমূল (TMC)। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি দিয়ে রয়েছে একুশে জুলাইয়ের সমাবেশের যোগ দেওয়ার আহ্বান। সেই পোস্টার রয়েছে শুধু তৃণমূল সভানেত্রীর ছবি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি নেই সেখানে। এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল নেতৃত্ব জানান, অভিষেক নিয়েই জানিয়েছে পোস্টারে তাঁর ছবি না দিতে।

ক্ষমতায় আসার আগে থেকেই ২১ জুলাই শহিদ দিবস বড় আকারে পালন করে তৃণমূল। ২০১১-এর পর থেকে তার পরিধি আরও বেড়েছে। প্রতি বছরই পালিত হয় শহিদ দিবস। ২১ জুলাই-এর প্রস্তুতিতে শনিবার, দুপুরে বৈঠক করেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। একই সঙ্গে দলের স্যোশাল মিডিয়া (Social Media) পেজগুলির কভার ফোটো ও ডিপি বদলে দেওয়া হয়। সেখানে ওই পোস্টার দেওয়া হয়েছে। তবে, পোস্টারে অভিষেকের ছবি না থাকায় প্রশ্ন তোলে সংবাদ মাধ্যম।

উত্তরে তৃণমূল নেতৃত্ব সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা জানান, বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নিজেই বলেছেন, উনি যেহেতু ২১ জুলাইয়ের সেই কর্মসূচির সময় ছিলেন না, তাই তাঁর ছবি থাকবে না। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়েরই ছবিই থাকবে।“

সুদীপ জানান, “ক্যামাক স্ট্রিটের দফতর থেকে পেনড্রাইভে ২১ জুলাই কর্মসূচির যে পোস্টার দেওয়া হয়েছে, তাতে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়েরই ছবি রয়েছে।“

তৃণমূল নেতৃত্বের আশা এবার একুশে জুলাই রেকর্ড ভিড় হবে।
আরও খবরকুকথা দল সমর্থন করে না, যথেষ্ট শাস্তি হয়েছে: অনুব্রত নিয়ে সাফ জানাল তৃণমূল, উঠল অনিল-বিনয় প্রসঙ্গ

spot_img

Related articles

বড় পদক্ষেপ সরকারের! এবার পর্যটকদের জন্য খুলে গেল রাজ্যের ১১টি পরিদর্শন বাংলো 

পর্যটনের পরিকাঠামো উন্নয়নে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সেচ ও জলপথ দফতরের অধীনে রাজ্যের বিভিন্ন জেলায়...

হস্টেল থেকে মদ বিক্রি? উত্তপ্ত বর্ধমান মেডিক্যাল কলেজ, অভিযোগ গেল স্বাস্থ্যভবনে

সোশ্যালের অনুষ্ঠানে কলেজের হস্টেল থেকে মদ বিক্রির অভিযোগ ঘিরে সোমবার দুপুরে ব্যাপক উত্তেজনা বর্ধমান মেডিক্যাল কলেজে। ঘটনায় দুই...

‘‘তুমি একা নও’’, সন্তানহারা মায়ের কাঁধে হাত রেখে সান্ত্বনা মুখ্যমন্ত্রীর

আর্থিকা দত্ত, জলপাইগুড়িউত্তরের বন্যায় যখন ঘরবাড়ির সঙ্গে ভেসে গিয়েছিল অসংখ্য মানুষের হাসি, তখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তাঁদের...

বিজয়া সম্মিলনীতে অভিষেককে ঘিরে নেতা-কর্মীদের আবেগ-উচ্ছ্বাস, ফের ‘সেবাশ্রয়ে’র সিদ্ধান্ত ডায়মন্ড হারবারের সাংসদের

ছিল ডায়মন্ড হারবারের বিজয়া সম্মিলনী। কিন্তু দিনের শেষে সেটি হয়ে গেল কার্যত সারা জেলার বিজয়া সম্মিলনী। প্রিয়নেতা ডায়মন্ড...