কোন্নগর নবগ্রাম সমবায় ব্যাঙ্কের পরিচালন কমিটির নির্বাচনে ৫৬-০ ব্যবধানে জয়লাভ করল তৃণমূল সমর্থিত প্রার্থীরা। স্বাধীনতার পর ব্যাঙ্কে এই প্রথম নির্বাচন হল। জয়ের পর প্রার্থীদের নিয়ে তৃণমূল কর্মীরা আবির খেলায় মেতে ওঠেন। হুগলি (Hooghly) জেলা তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি স্বপন দাস বলেন, দীর্ঘদিন সিপিআইএম এই ব্যাঙ্কের নির্বাচন করেনি। এই প্রথম নবগ্রামের মানুষ ভোট দেওয়ার সুযোগ পেল। গোটা বাংলার সাথে নবগ্রামের মানুষও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়নের ভরসা রেখে নবগ্রাম সমবায় ব্যাঙ্ক (Samabaya bank) নির্বাচনে তৃণমূল সমর্থিত প্রার্থীদের জয়যুক্ত করেছেন। ছাব্বিশের আগে এই জয় ফের প্রমাণ করে দিল বাংলায় তৃণমূলের কোনও বিকল্প নেই।

জয় নিয়ে উত্তরপাড়া শ্রীরামপুর ব্লক তৃণমূল সভাপতি নিখিল চক্রবর্তী বলেন, এই ব্যাঙ্কে সিপিএম (CPIM) নিজেদের জোরে আগে ভোট করতে দিত না। তাই এতদিন এখানে ভোট হয়নি। তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাসী তাই এবার শান্তিপূর্ণ ভোট হয়েছে। মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে তাই আজ এই জয়। আগামী বিধানসভা ভোট আসছে সেখানে তৃণমূল আবার রেকর্ড করে জিতবে।

নবগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি অপূর্ব মজুমদার বলেন, এই জয় মানুষের জয়। এতদিন জোর করে সিপিএম(CPIM) দখল করে ছিল আর আজ মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে তাই তৃণমূলকে জিতিয়েছে।

–

–

–

–

–

–

–

–
–
–
–