অভিশপ্ত কেদারযাত্রা কেড়েছে প্রাণ: প্রাক্তন লেফটেন্যান্টকে বিদায় কর্নেল স্ত্রীর

Date:

Share post:

২৫ জুন লম্বা ছুটি নিয়ে বাড়ি ফেরার কথা ছিল। তার আগেই উত্তরাখণ্ডে ১৫ জুন মর্মান্তিক চপার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল (Lt. Col.) রাজবীর সিং চৌহান। মঙ্গলবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে চোখের জলে ভাসলেন তাঁর লেফটেন্যান্ট কর্নেল (Lt. Col.) স্ত্রী দীপিকা চৌহান।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসেই ভারতীয় বায়ুসেনার পদ থেকে অবসর নেন রাজবীর চৌহান। মাত্র চারমাস আগে জমজ সন্তানের বাবা হন। কিন্তু বায়ুসেনার লেফটেন্যান্ট কর্নেল স্ত্রী ও নিজের ব্যস্ততার মাঝে সেই শুভ উৎসব উদযাপনই হয়নি। কথা ছিল ৩০ জুন বড় করে অনুষ্ঠানের মধ্যে দিয়ে সন্তানদের আসাকে উদযাপন করবেন। কিন্তু তার ১৫ দিন আগেই সব স্বপ্ন শেষ।

চারধাম যাত্রা ২০২৫ সালে শুরু হওয়ার পরেই একের পর এক দুর্ঘটনা। চারধাম যাত্রায় পাঁচটি চপার দুর্ঘটনা। শুধুমাত্র কেদারনাথ (Kedarnath) যাত্রাতেই দুটি দুর্ঘটনা। তা সত্ত্বেও ডিজিসিএ (DGCA) বা উত্তরাখণ্ড প্রশাসন কেদার যাত্রায় কোনও লাগাম টানার কথা ভাবেনি। ১৫ জুনের দুর্ঘটনার পরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে কেদারে বিমানে যাত্রা। অথচ এই সাবধানতা আগে থেকে অবলম্বন করা হলে অসময়ে স্বামী তথা কর্মক্ষেত্রের প্রাক্তন সঙ্গী রাজবীরকে হারাতে হত না দীপিকাকে।

মঙ্গলবার রাজস্থানের জয়পুরে রাজবীরের শেষকৃত্য অনুষ্ঠানের আগে প্রথা মেনে বায়ুসেনার (Indian Air Force) পোশাকে স্বামীকে শেষ শ্রদ্ধা জানান লেফটেন্যান্ট কর্নেল (Lt. Col.) দীপিকা চৌহান। যে রাজবীরের হাত ধরে সন্তানদের ভবিষ্যতের পরিকল্পনা করার কথা ছিল ভারতীয় বায়ুসেনার আধিকারিকের, সেই রাজবীরের ছবি হাতে তার কফিনের সামনে এদিন হাঁটতে হয়েছে দীপিকাকে। উপস্থিত বায়ুসেনার আধিকারিকরাও এক বাক্যে স্বীকার করেন বায়ুসেনার পাইলট হিসাবে রাজবীর ছিলেন অত্যন্ত দক্ষ। তা সত্ত্বেও দুর্ভাগ্যের কেদারযাত্রায় কীভাবে দুর্ঘটনা, তা তদন্তে হয়তো প্রকাশিত হবে। তবে তার ফলাফল প্রকাশের পরেও ফিরে আসবে না দুই ভারতীয় বায়ুসেনার আধিকারিকের সদ্য সন্তান সুখ পাওয়া দম্পতির জীবনে।

spot_img

Related articles

আজ নাগরাকাটায় মুখ্যমন্ত্রী: যাবেন পার্শ্ববর্তী বিপর্যস্ত এলাকাতেও

উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি বুঝে নিতে দ্বিতীয়বার উত্তরের তিন জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার তাঁর উত্তরবঙ্গে...

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

৫৮ পাক সেনা খতম: পাক-আফগানিস্তান সীমান্ত সংঘর্ষে দাবি তালিবানদের

দীর্ঘ কয়েক দশক ধরে বিনা প্ররোচনায় আফগানিস্তানের নাগরিকদের উপর হামলা চালিয়ে চলেছে পাকিস্তানের সামরিক শক্তি। সর্বশেষ শুক্রবারের কাবুলে...