Tuesday, January 13, 2026

দেশে দুর্ঘটনা-জঙ্গিহানা, বিশ্বমঞ্চে ‘গোঁজামিল’! জি৭ সামিট ঘিরে মোদিকে নিশানা তৃণমূলের

Date:

Share post:

দেশের একের পর এক বিমান ও ট্রেন দুর্ঘটনায় যখন প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ, জম্মু-কাশ্মীরের পর্যটনক্ষেত্রে জঙ্গিহানায় রক্তাক্ত হচ্ছেন নিরীহ পর্যটকরা—ঠিক তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রয়েছেন কানাডায়, জি৭ সামিটে। অথচ সেই বিশ্বমঞ্চে দাঁড়িয়ে দেশের ‘জ্বলন্ত প্রশ্নগুলির’ জবাব আদৌ দেবেন কি প্রধানমন্ত্রী?—এমনই কটাক্ষ ছুড়ে দিল তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের অভিযোগ, “বিশ্বমঞ্চে গিয়ে গোঁজামিল আর গ্ল্যামার দিয়ে প্রভুত্ব ফলানোতেই ব্যস্ত থাকবেন মোদি, দেশের অসংখ্য বেদনা বা সংকট নিয়ে একটিও স্পষ্ট কথা বলবেন না।”

জি৭ সামিট উপলক্ষে প্রধানমন্ত্রী মোদির বিদেশ সফরকে কটাক্ষ করে তৃণমূলের প্রশ্ন:

১. কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর কেন একটিও দেশ সরাসরি পাকিস্তানকে দায়ী করেনি?

২. আইএমএফ কীভাবে ভারতের আপত্তি সত্ত্বেও পাকিস্তানকে ১ বিলিয়ন ডলারের ঋণ মঞ্জুর করল?

৩. পহেলগাঁও হামলার পর এখনও পর্যন্ত চার জঙ্গির হদিস কোথায়?

৪. পেগাসাস স্পাইওয়্যার নিয়ে কোনও জবাব দেবেন কি প্রধানমন্ত্রী?

৫. আইবি প্রধানের মেয়াদ বৃদ্ধি, রাষ্ট্রসংঘের ভূমিকা—সবই কি ‘নামকাওয়াস্তে’ বলে উড়িয়ে দেবেন?

তৃণমূল নেতাদের মতে, মোদির বিদেশ সফর মানেই ‘দেশের মানুষকে গ্ল্যামারের মোড়কে ভুলিয়ে রাখা’র কৌশল। কটাক্ষ করে তাঁরা বলেন, “জি৭-এর মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হয়তো বলবেন, ‘বিশ্বের সমর্থন আমাদের সঙ্গেই রয়েছে, নীরবে।’ অথচ সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক বিবৃতিও পাওয়া গেল না। বরং তিনি বাণিজ্যচুক্তির টোপ দিয়ে মার্কিন প্রেসিডেন্টের সুনজরে থাকতে চাইবেন।”

তৃণমূলের আরও প্রশ্ন, ‘যেখানে কাশ্মীরের পর্যটনকেন্দ্রেও রক্ত ঝরছে, সেখানে নিরাপত্তা নিয়ে মোদি সরকারের ব্যর্থতা কি তুলে ধরা হবে জি৭-এর মঞ্চে?’ এমন পরিস্থিতিতে পেগাসাস বিতর্ক, কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার, এবং কাশ্মীরের নিরাপত্তা প্রশ্নেও প্রধানমন্ত্রীর ‘নীরবতা’ নিয়ে বিরোধীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

বিশ্লেষকদের মতে, ভারতের অভ্যন্তরীণ সঙ্কট নিয়ে আন্তর্জাতিক মঞ্চে মুখ না খোলার কৌশল দীর্ঘদিন ধরেই অনুসরণ করছে মোদি সরকার। তবে এবারের পরিস্থিতি অন্যরকম। দেশে মৃত্যুর মিছিল এবং নিরাপত্তার চূড়ান্ত গাফিলতির ছবি আন্তর্জাতিক মিডিয়ায় বারবার উঠে আসছে। এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর জবাবদিহির দাবি ক্রমেই জোরাল হচ্ছে।

তৃণমূলের অভিযোগ—“পহেলগাঁওয়ের মতো হামলা মাঝেমধ্যে ঘটে, বলে দায়িত্ব ঝেড়ে ফেললে চলবে না। প্রধানমন্ত্রীর উচিত আন্তর্জাতিক স্তরে ভারতের অবস্থান জোরদার করা, কেবল নিজের ভাবমূর্তি রক্ষায় গোঁজামিল দিয়ে নয়।” জি৭-এর বৈঠক শেষ হওয়ার পরই মোদির বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলের নজর এখন তীব্র। তিনি কী বলেন, আর কী এড়িয়ে যান, তা-ই আগামী রাজনীতির মোড় নির্ধারণ করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

আরও পড়ুন – রাজাকে খুনের সময়ে ঘটনাস্থলেই স্ত্রী সোনম! পুণর্নির্মাণে দাবি মেঘালয় পুলিশের

_

 

_

spot_img

Related articles

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি সুজয় পাল 

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সুজয় পাল। এতদিন তিনি ওই আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির...

T20 WC: ভারতের নিরাপত্তা নিয়ে ভিত্তিহীন প্রচার, বাংলাদেশের দাবি খারিজ করল আইসিসি

টি২০ বিশ্বকাপ (T20 World Cup) যত এগিয়ে আসছে ততই  বিতর্ক বাড়ছে  বাংলাদেশকে (Bangladesh) নিয়ে। সোমবার সারা দিন সরগরম...

নৃতাল ছন্দ ডান্স সেন্টার: বেলঘরিয়ায় উৎসব! নৃত্যের ছন্দে তিন দশকের পথচলা

জীবনের প্রতিটি বাঁকে যেমন ছন্দ লুকিয়ে থাকে, তেমনই নাচ-গান-কবিতা-নাটকের পথে সেই ছন্দকে আঁকড়ে ধরে তিন দশক পার করল...

কবে আবার Gym look পোস্ট? দিন জানালেন অভিষেক

ছিপছিপে চেহারা। অসম্ভব ফিটনেস। একটানা গাড়ির উপর দাঁড়িয়ে করতে পারেন র‍্যালি। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক সব অর্থেই...