Thursday, December 4, 2025

ভারতীয় টেস্ট দলের নেতৃত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ

Date:

Share post:

অধিনায়কত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah)। ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগেই কার্যত ভারতের নতুন টেস্ট অধিনায়ক(Test Captainship) বাছা নিয়ে যে সমস্ত আলোচনা চলছে তা হয়ত এবার একেবারেই বন্ধ করে দিলেন ভারতীয় দলের এই স্পীডস্টার। রোহিতের(Rohit Sharma) পরবর্তীতে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসাবে জসপ্রীত বুমরাহকেই(Jasprit Bumrah) প্রস্তাব দিয়েছিল বিসিসিআই(BCCI)। কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এবং চোট আঘাতের কথা ভেবেই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বুমরাহ। ইংল্যান্ডে এক সংবাদ সংস্থাকে নিজেই জানিয়ে দিয়েছেন এই তারকা পেসার।

রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার পরই শুরু হয়ে গিয়েছিল ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে জল্পনা। সেই সময়ই বুমরার অধিনায়ক না হওয়ার কথা ঘোষণা করে দিয়েছিল বোর্ড এবং ভারতের নতুব অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছিল শুভমন গিলকে। অবশেষে সেই ব্যাপার নিয়েই মুখ খুলেছেন জসপ্রীত বুমরাহ। সেখানেই জানিয়ে দিয়েছেন প্রথম প্রস্তাবটা নাকি তাঁর কাছেই গিয়েছিল।

রোহিত শর্মা, বিরাট কোহলি অবসর নেওয়ার আগেই নাকি আইপিএলের মাঝে জসপ্রীত বুমরাহকে অধিনায়ক করার প্রস্তাব দিয়েছিল বিসিসিআই। সেই সময়ই অবশ্য ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এবং চোট আঘাতের আওতার বাইরে থাকার কথা জানিয়ে দিয়েছিলেন বুমরাহ। সেইসঙ্গে ইংল্যান্ডে গোটা সিরিজও খেলতে পারবেন না তিনি। সেই কথা জানিয়েই নেতৃত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বুমরাহ।

তিনি জানিয়েছেন, “নেতৃত্বের ভূমিকার জন্য আমার কাছেই বিসিসিআই প্রস্তাবটা দিয়েছিল। কিন্তু আমাকে না বলতেই হয়েছিল। কারণ এই ব্যাপারটা একেবারেই সঠিক নয় যে আমি তিন ম্যাচ নেতৃত্ব দেব, তারপর অন্য কেউ বাকি তিন ম্যাচ অধিনায়কত্ব করবেন। দলের জন্য এটা একেবারেই সঠিক হবে না”।

তিনি আরও জানিয়েছেন, “রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসর নেওয়ার আগেই বিসিসিআইয়ের সঙ্গে আমি কথা বলেছিলাম। আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়েই কথা বলেছিলাম। এরপর যাঁর চিকিৎসার তত্ত্বাবধানে আমি রয়েছি তাঁর সঙ্গে কথা বলি। তারপরই সিদ্ধান্তে নিয়েছিলাম। এরপর বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করি এবং জানাই যে আমি একেবারেই নেতৃত্ব নেওয়ার জন্য প্রস্তুত নই। কারণ আমি পাঁচটির মধ্যে মাত্র তিনটি ম্যাচেই খেলব”।

আগামী ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নামবে ইংল্যান্ড। এই সিরিজ দিয়েই ভারতের টেস্ট অধিনায়ক হিসাবে যাত্রা শুরু হবে শুভমন গিলের।

spot_img

Related articles

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...