বিধানসভায় এসি বিভ্রাটে হাঁসফাঁস পরিস্থিতি! দরজা খুলে চলল অধিবেশন

Date:

Share post:

বিধানসভায় মঙ্গলবারের অধিবেশন চলাকালীন আচমকা এসি বিভ্রাটে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হল। দুপুর ১টা ৩২ মিনিট নাগাদ হঠাৎ বন্ধ হয়ে যায় কক্ষের শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। দশ মিনিটের মধ্যেই তা সাময়িকভাবে চালু হলেও ফের বন্ধ হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। ফলে গরমে হাঁসফাঁস করতে থাকেন বহু বিধায়ক। হাওয়া চলাচলের জন্য খুলে দেওয়া হয় অধিবেশন কক্ষের ১৫টি দরজা।

মঙ্গলবারের অধিবেশন শুরু হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তৃতা দিয়ে। বক্তৃতা চলাকালীন একে একে খুলে যেতে থাকে কক্ষের দরজা। পরিস্থিতি দেখে শুভেন্দু প্রশ্ন তোলেন, “সব দরজা কেন খোলা?” উত্তরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, “এসিতে ইলেকট্রিক্যাল কিছু ত্রুটি হয়েছে।”

সূত্রের খবর, এসি কাজ না করায় অনেক বিধায়কই অসহিষ্ণু হয়ে ওঠেন। কেউ কেউ অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন। দ্রুত পরিস্থিতি সামাল দিতে ডেকে আনা হয় পূর্ত দফতরের কর্মীদের। তাঁরা এসে এসি পরীক্ষা করে সমস্যার সমাধান করেন। কিছুক্ষণের মধ্যেই ফের চালু হয় এসি।

প্রশ্ন উঠছে, এমন গুরুত্বপূর্ণ সরকারি ভবনে কীভাবে এমন কারিগরি বিভ্রাট ঘটল? বিশেষ করে গ্রীষ্মে বিধানসভার মতো জায়গায় এসি বন্ধ হয়ে যাওয়া কি আগাম রক্ষণাবেক্ষণের অভাব নয়? যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, পুরো ব্যবস্থার স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ততক্ষণে অবশ্য বেশ কিছুক্ষণ গরমে অস্বস্তিতে কেটেছে অধিবেশনের দ্বিতীয়ার্ধ। ঘটনায় ফের একবার প্রশ্নে বিদ্ধ হল বিধানসভা ভবনের পরিকাঠামো রক্ষণাবেক্ষণ।

আরও পড়ুন – পহেলগাম হামলার ৫৬ দিন পার: অভিষেকের প্রশ্ন কেন্দ্রকে মনে করালো তৃণমূল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

Gold Silver Price: ক্রমশ ঊর্ধ্বমুখি সোনা-রুপোর দাম

সোমবার ১৩ অক্টোবর, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১২২৯৫ ₹     ১২২৯৫০ ₹ খুচরো পাকা সোনা   ১২৩৫৫...

রাজীব কুমারের বিরুদ্ধে মামলায় CBI-এর ভূমিকা ‘শকিং’! কড়া পর্যবেক্ষণ প্রধান বিচারপতি গভাই-এর

ফের আদালতে কড়া প্রশ্নের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন গত ৬ বছরে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে কোনও...

ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি বেঙ্গল কেমিক্যাল, ব্যাপক পতনের পরও এগিয়ে চলছে

ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি হল বেঙ্গল কেমিক্যালস (Bengal Chemicals) অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এর প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্ল চন্দ্র রায়।...

দুর্গাপুর গণধর্ষণের ঘটনায় গ্রেফতার আরও ১: ড্রোন উড়িয়ে জঙ্গলে তল্লাশিতে ধৃত

রবিবার দিনভর ড্রোন উড়িয়ে ধর্ষণে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালিয়েছিল পুলিশ। সেই তল্লাশিতেই গ্রেফতার চতুর্থ অভিযুক্ত (accused)। এখনও অধরা...