বিধানসভায় মঙ্গলবারের অধিবেশন চলাকালীন আচমকা এসি বিভ্রাটে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হল। দুপুর ১টা ৩২ মিনিট নাগাদ হঠাৎ বন্ধ হয়ে যায় কক্ষের শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। দশ মিনিটের মধ্যেই তা সাময়িকভাবে চালু হলেও ফের বন্ধ হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। ফলে গরমে হাঁসফাঁস করতে থাকেন বহু বিধায়ক। হাওয়া চলাচলের জন্য খুলে দেওয়া হয় অধিবেশন কক্ষের ১৫টি দরজা।

মঙ্গলবারের অধিবেশন শুরু হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তৃতা দিয়ে। বক্তৃতা চলাকালীন একে একে খুলে যেতে থাকে কক্ষের দরজা। পরিস্থিতি দেখে শুভেন্দু প্রশ্ন তোলেন, “সব দরজা কেন খোলা?” উত্তরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, “এসিতে ইলেকট্রিক্যাল কিছু ত্রুটি হয়েছে।”

সূত্রের খবর, এসি কাজ না করায় অনেক বিধায়কই অসহিষ্ণু হয়ে ওঠেন। কেউ কেউ অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন। দ্রুত পরিস্থিতি সামাল দিতে ডেকে আনা হয় পূর্ত দফতরের কর্মীদের। তাঁরা এসে এসি পরীক্ষা করে সমস্যার সমাধান করেন। কিছুক্ষণের মধ্যেই ফের চালু হয় এসি।

প্রশ্ন উঠছে, এমন গুরুত্বপূর্ণ সরকারি ভবনে কীভাবে এমন কারিগরি বিভ্রাট ঘটল? বিশেষ করে গ্রীষ্মে বিধানসভার মতো জায়গায় এসি বন্ধ হয়ে যাওয়া কি আগাম রক্ষণাবেক্ষণের অভাব নয়? যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, পুরো ব্যবস্থার স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ততক্ষণে অবশ্য বেশ কিছুক্ষণ গরমে অস্বস্তিতে কেটেছে অধিবেশনের দ্বিতীয়ার্ধ। ঘটনায় ফের একবার প্রশ্নে বিদ্ধ হল বিধানসভা ভবনের পরিকাঠামো রক্ষণাবেক্ষণ।

আরও পড়ুন – পহেলগাম হামলার ৫৬ দিন পার: অভিষেকের প্রশ্ন কেন্দ্রকে মনে করালো তৃণমূল

_

_

_

_

_

_
_
_
_
_