বন্ধ হবে ISL? ফেডারেশনের বার্ষিক ক্যালেন্ডার দেখার পরই জল্পনা তুঙ্গে

Date:

Share post:

ফেডারেশনের(AIFF) ব্যর্থতায় এবার কী বন্ধ হতে চলেছে দেশের প্রধান ফুটবল লিগ আইএসএলও(ISL)। বৃহস্পতিবার ফেডারেশনের তরফে এই মরসুমের ফুটবল ক্যালেন্ডার(Football Calender) ঘোষণার পরই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। সেখানে সমস্ত প্রতিযোগিতার কথা থাকলেও, নেই আইএসএলের(ISL) উল্লেখ। আর তাতেই সিঁদূরে মেঘ দেখতে শুরু করেছে ভারতের ফুটবল প্রেমীরা। সত্যিই কী এবার আইএসএল হবে না। এই প্রশ্নই কিন্তু এবার উঠতে শুরু করে দিয়েছে।

বছরের শুরু থেকেই ফেডারেশনের(AIFF) সঙ্গে ঝামেলায় জড়িয়েছে আইএসএলের(ISL) আয়োজক এফএসডিএল(FSDL)। ফেডারেশনের সঙ্গে চুক্তি না বাড়ানোর পথেই হাঁটার বার্তা দিয়েছিল তারা। এবার ফেডারেশনের স্পোর্টস ক্যালেন্ডারে নেই আইএসএল। কার্যত ভারতের প্রধান ফুটবল লিগ এবার বোধহয় বন্ধ হওয়ার দিকেই। ফেডারেশনের এই ব্যর্থতা নিয়ে এবার সরব হয়েছেন সকলেই। কয়েকদিন আগে শোনা গিয়েছিল যে আগামী সেপ্টেম্বরেই নাকি হবে আইএসএল(ISL)। কিন্তু এরপর ফেডারেশনের এই ক্যালেন্ডারই তো সমস্ত হিসাব বদলে দিচ্ছে।

সূত্রের খবর কয়েকদিন আগেই নাকি আইএসএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজি গুলোর সঙ্গে বৈঠকে বসেছিল এফএসডিএল। সেখানে নাকি স্পষ্ট জানানো হয়েছিল যে ফেডারেশনের সঙ্গে চুক্তির ব্যপার চূড়ান্ত না হলে তাদের পক্ষে আর বিনিয়োগ করা সম্ভব নয়। এরপরই ফেডারেশনের বার্ষিক ফুটবল ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে। সেখানেও কিন্তু আইএসএল নেই। ভারতের প্রধান ফুটবল লিগের ভবিষ্যৎ নিয়েই এবার উঠে গেল প্রশ্নটা।

এই বছরের ডিসেম্বরেই ফেডারেশনের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে এফএসডিলের। আগামী দিনের জন্য চুক্তি বাড়ানোর ক্ষেত্রে ইতিমধ্যেই তিনটি বৈঠক হয়ে গিয়েছে। কিন্তু চুক্তি নবীকরণ নিয়ে কোনওরকম সিদ্ধান্ত নেওয়া যায়নি। কারণ ফেডারেশনের সঙ্গে যে আর্থিক চুক্তি রয়েছে এফএসডিএলের, নতুন চুক্তিতে সেই পরিমান টাকা দেওয়া সম্ভব নয় এএফসডিএলের তরফে। কারণ তারা বিরাট ক্ষতির সামনে পড়েছে। এমন ক্ষেত্রে ফেডারেশনের ব্যর্থতাকেই দায়ী করতে শুরু করেছে ফুটবল মহলের একাংশ।

এরইমাঝে ফেডারেশনের সামনে আবার আসে সুপ্রিম বাধা। ফেডারেশনের নতুনভাবে চুক্তি নিয়ে ভাবলেও, তার প্রস্তাব রাখতে পারেনি। কারণ সেই সময়ই সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যতক্ষণ না পর্যন্ত ফেডারেশনের সংবিধান নিয়ে আদালকের তরফে নতুন কোনও সিদ্ধান্ত আসছে, ততক্ষণ এফএসডিএলের সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয় এগিয়ে নিয়ে যেতে পারবে না ফেডারেশন।

কার্যত সব দিক থেকেই চাপে ফেডারেশন। একদিকে জাতীয় দলের খারাপ পারফরম্যান্স। সেইসঙ্গে দেশের প্রধান লিগের ভবিষ্যৎ নিয়ে জট। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

spot_img

Related articles

সিরিজ হারের দিনেই বিরাট প্রশ্ন কোহলির ভবিষ্যৎ নিয়েও

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয়একদিনের ম্যাচে হারতে হয়েছে ভারতীয় দলকে(India Team)। সেই সঙ্গে সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে...

ইস্টবেঙ্গলকে টিপ্পনি দেবাশিসের, ফেডারেশনকে তোপ সৃঞ্জয়ের

আইএফএ শিল্ড(IFA Shiled) জয়ের জন্য ভাইফোঁটার বিকেলে পতাকা উত্তোলন হল মোহনবাগান ক্লাবে (Mohunbagan) । পতাকা উত্তোলন করলেন ক্লাবের...

ফের শূন্যতেই আউট, বিরাট প্রশ্নের মুখে কোহলির কেরিয়ার

রানের খরা কিছুতেই কাটছে না বিরাট কোহলির(Virat kohli)। পারথের পর অ্যাডিলেড। ০ রানেই আউট হলেন কিং কোহলি। সেই...

অস্কারের পাশেই ইস্টবেঙ্গল ক্লাব, বিতর্কের মধ্যেই বার্তা শীর্ষকর্তার

সুপার কাপের আগে সন্দীপ নন্দী (Sandip nandy) ইস্যুতে অবস্থান স্পষ্ট করে দিল ইস্টবেঙ্গল ক্লাব।(East Bengal) সুপার কাপের আগে...