সপ্তমবারের জন্য পিছিয়ে গেল শুভাংশুদের মহাকাশ অভিযান, Ax-4 মিশন ঘিরে অনিশ্চয়তা!

Date:

Share post:

একবার দুবার নয়, এই নিয়ে টানা সাতবার মহাকাশ অভিযানের প্রস্তুতি নেওয়ার পরও পিছিয়ে আসতে হলো NASA ও স্পেস এক্সকে। অ্যাক্সিওম -৪ মিশনের (Axiom 4 Mission) সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতীয় আবেগ। কারণ রাকেশ শর্মার প্রায় চার দশক পর মহাকাশে পা পড়তে চলেছে কোনও ভারতীয়র। বায়ুসেনার ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Sukhla) ‘Ax-4’ মিশনের পাইলট হিসেবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (ISS) যাবেন জানামাত্রই ইতিহাস তৈরি অপেক্ষা করছে ভারত। কিন্তু বারবার বাধা আসছে। বিগত কয়েক মাসে নানা কারণে ৬ বার এই মহাকাশ অভিযানের দিন বদল হয়েছে। শেষমেষ জানা গেছিল আগামী ২২ জুন, রবিবার ভারতীয় সময় দুপুর ১টা ১২ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে শুরু হবে মিশন। কিন্তু না সেটাও হচ্ছে না! কেন? নাসার (NASA) তরফে জানান হয়েছে, এই মুহূর্তে অভিযান করা সম্ভব নয়। বিস্তারিত কিছু উল্লেখ করা না হলেও ওয়েবসাইটে জানানো হয়েছে, পরবর্তী কিছুদিনের মধ্যে নতুন মিশনের জন্য নতুন তারিখ ঘোষণা করা হবে।

কোনওবার রকেটে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে, আবার কখনও আবহাওয়ার সমস্যা – এই নিয়ে টানা সাত বার মিশনের তারিখ পরিবর্তন হল। কিন্তু প্রত্যেকবারই পরবর্তী একটি দিন ঘোষণা করা হয়েছিল। এবারে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার তরফে সেরকম কোনও কিছু জানানো হয়নি। উল্টে নতুন মিশনের প্রসঙ্গ টেনে আনা হয়েছে। এখান থেকেই প্রশ্ন উঠছে তাহলে কি শুভাংশু ইতিহাস গড়ার সুযোগ পাবেন না? নাসা জানিয়েছে, উৎক্ষেপণের জন্য সময়সীমা ৩০ জুন পর্যন্ত রয়েছে। তবে তার মধ্যেও যদি এই অভিযান না করা হয় তাহলে তা পিছিয়ে জুলাই মাসের মাঝামাঝি করা হবে।Ax-4 মিশনে ভারতীয় বায়ুসেনার টেস্ট পাইলট শুভাংশু শুক্লার সঙ্গে থাকবেন এই মিশনের কমান্ডার, প্রাক্তন NASA মহাকাশচারী এবং বর্তমানে অ্যাক্সিয়ম স্পেসের হিউম্যান স্পেসফ্লাইট বিভাগের ডিরেক্টর পেগি হুইটসন। এছাড়া ইউরোপীয় স্পেস এজেন্সির পোল্যান্ডের সাওশ উজনানস্কি-ভিসনিয়েভস্কি এবং হাঙ্গেরির টিবর কাপুও এই মিশনের সঙ্গে যুক্ত আছেন বলে নাসা সূত্রে জানা গেছে।

 

spot_img

Related articles

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

৫৮ পাক সেনা খতম: পাক-আফগানিস্তান সীমান্ত সংঘর্ষে দাবি তালিবানদের

দীর্ঘ কয়েক দশক ধরে বিনা প্ররোচনায় আফগানিস্তানের নাগরিকদের উপর হামলা চালিয়ে চলেছে পাকিস্তানের সামরিক শক্তি। সর্বশেষ শুক্রবারের কাবুলে...

সাংবাদিক বৈঠকে মহিলা প্রবেশ নিষেধাজ্ঞা: চাপে পড়ে সাফাই আফগান মন্ত্রীর

ভারতের (India) মাটিতে আয়োজিত সাংবাদিক বৈঠকে একজনও মহিলা সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। এই নিয়ে বিতর্ক তুঙ্গে। এর জেরে...

আলিপুরদুয়ারে নিজে হাতে ত্রাণ দিলেন মুখ্যমন্ত্রী: সংবর্ধিত সাহসীরা

প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গে রবিবার ফের পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একদিকে পরিস্থিতি সম্পর্কে প্রশাসনিক আধিকারিকদের...