সমাজমাধ্যমে মৃত নাবালিকার পরিচয় প্রকাশ! বিজেপি নেতা মালব্যকে শোকজ নোটিশ WBCPCR

Date:

Share post:

যৌন হেনস্থা অভিযোগ, মৃত্যু নাবালিকার। সেই নাবালিকার নাম-পরিচয় সমাজ প্রকাশ করে দেন বিজেপি (BJP) নেতা অমিত মালব্য (Amit Malviya)। এই অভিযোগে তাঁকে শোকজ নোটিশ পাঠাল পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন (WBCPCR)। অভিযোগ, জুভেনাইল জাস্টিস আইন ভেঙেছেন বিজেপি নেতা। তাঁকে তিনদিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার এক নাবালিকার মৃত্যু হয়। বিজেপির অভিযোগ ছিল, তাকে ধর্ষণ-খুন করা হয়। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। কিন্তু পুলিশি তদন্তে যৌন নির্যাতনের তত্ত্ব উঠে আসেনি বলে সূত্রের খবর। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়ে বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশচন্দ্র ঢালি জানান, নাবালিকার পেটে বিষ পাওয়া গিয়েছে। বিষক্রিয়াতেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে খবর। দেহে আঘাতের চিহ্ন থাকলেও, যৌন নির্যাতনের কোনও প্রমাণ মেলেনি বলে জানান বারুইপুর পুলিশ জেলার সুপার।

কিন্তু পুলিশের রিপোর্টকে না মেনে, মালব্য অভিযোগ করেন, নাবালিকাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে। এখানেই না থেমে তিনি প্রসঙ্গে সমাজমাধ্যমে পোস্ট করেন। আর সেখানে শীর্ষ আদালতের নিয়মের তোয়াক্কা না করে মৃত নাবালিকার পরিচয় জানিয়ে দেন বিজেপির আইটি সেলের ভারপ্রাপ্ত নেতা। ১৯ জুন মৃত নাবালিকার ছবি একটু ঝাপসা সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি।

ওই ঘটনায় মালব্যকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে WBCPCR। অভিযোগ, জুভেনাইল জাস্টিস আইনের ৭৪ নম্বর ধারার লঙ্ঘন করেছেন মালব্য (Amit Malviya)। আইনের ৭৪ নম্বর ধারা অনুসারে, এক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্কর নাম, ঠিকানা, স্কুল, ছবি বা অন্য কোনও তথ্য যা তার পরিচয় বহন করে, তা প্রকাশ্যে আনা যায় না। এই ঘটনা নিয়েই কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে WBCPCR।

spot_img

Related articles

শারদোৎসবের বাংলায় ব্যতিক্রমী, বালিয়ার ১২ গ্রামে ৬০০ বছর ধরে ‘নিষিদ্ধ’ দুর্গা-আরাধনা

এখানে বাজে না আলোর বেণু, 'ভুবন' মেতে ওঠে না পুজোর গন্ধে। আশ্বিনের শারদপ্রাতে শরতের নীল আকাশে অরুণ আলোর...

মাইক বাজানোর সময়সীমা কমাল চন্দননগর পুলিশ কমিশনারেট

এবার দুর্গাপুজায় মাইক বাজানোর উপর সময়সীমা ২ঘণ্টা কমিয়ে দিল চন্দননগর পুলিশ কমিশনারেট (Chandannagar Police Commissionrate)। ২৬ সেপ্টেম্বর জারি...

দক্ষিণেশ্বরের পরিকাঠামো উন্নয়নের খতিয়ান তুলে রানি রাসমণির জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

আজ লোকমাতা রানী রাসমণির ২৩৩তম জন্মদিন। দক্ষিণেশ্বর (Dekkhineswar) কালীমন্দিরের প্রতিষ্ঠাত্রী রানি রাসমণি ১৭৯৩ সালের ২৬শে সেপ্টেম্বর, বাংলা ১২০০...

”মায়ের স্নেহভরা মুখের উন্মোচনে আলোকিত হয় জগৎ”, মহাষষ্ঠীর শুভেচ্ছা অভিষেকের

রবিবার বোধনের মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসবের সূচনা হল।  এই দিনটার অপেক্ষায় বছরভর দিন গুণতে থাকে  দিন গোনার...