Friday, August 22, 2025

মোহনবাগান রত্নের সম্মানে আপ্লুত টুটু বোস, ধন্যবাদ জানালেন সকলকে

Date:

Share post:

মোহনবাগান(Mohunbagan) ক্লাব এবং টুটু বোস(Tutu Bose)। কার্যত একে অপরের সমার্থক শব্দ হয়ে গিয়েছে তারা। সেই টুটু বোসকেই এবার বিশেষ সম্মান প্রদর্শন সবুজ-মেরুন শিবিরের নতুন কমিটির। মোহনবাগান রত্ন(Mohunbagan Ratna) পাচ্ছেন টুটু বোস। আর তাতেই সকলে উচ্ছ্বসিত। এমন একটা খবর শুনে উচ্ছ্বসিত খোদ টুটু বোসও(Tutu Bose)। ক্লাবের খারাপ সময় থেকে ভালো সময়, টুটু বোস সামলেছেন সমস্ত পরিস্থিতি। মোহনবাগানের এই জায়গায় পৌঁছনোর পিছনে তাঁর অবদানও অনস্বীকার্য। সেই টুটু বোসই এবার মোহন রত্ন। শনিবার তারই ঘোষণা হয়ে গেল। শনিবারের কার্যকরী কমিটির বৈঠকেই সিদ্ধান্তই চূড়ান্ত হয়ে গেল। বৈঠকের পরই সেই সিদ্ধান্ত ঘোষণা করে দিলেন মোহনবাগানের নতুন সভাপতি দেবাশিস দত্ত। এমন সম্মান পেয়ে আপ্লুত টুটু বোসও। চিঠি দিয়ে ধন্যবাদ জানালেন বাগানের নতুন কমিটিকে।

এই সপ্তাহের শুরুতেই সৃঞ্জয় বোসের(Srinjay Bose) নেতৃত্বে প্রথম কার্যকরী কমিটির বৈঠকে সভাপতি পদে এসেছিলেন দেবাশিস দত্ত। এরপর শনিবার ফের একটা বৈঠক ডাকা হয়। নতুন কমিটি গঠন হওয়ার পর থেকেই মোহনবাগান দিবস নিয়ে সকলের কৌতূহল বাড়তে থাকে। বিশেষ করে মোহনবাগান রত্ন কে হবেন। বাগানের বহু চড়াই উতরাইয়ের স্বাক্ষী টুটু বোস। তাঁর অবদান এই ক্লাবে অনস্বীকার্য। তাই টুটু বোসকেই(Tutu Bose) এবার বেছে নেওয়া হল মোহনবাগান রত্ন হিসাবে।

বৈঠক শেষে সভাপতি দেবাশিস দত্ত জানান, “মোহনবাগান রত্ন পাচ্ছেন এই বছর স্বপন স্বাধন বোস অর্থাত্ আমদের টুটু বোস। এই প্রস্তাব আমি রেখেছিলাম এবং কার্যকরী কমিটি তা সমর্থন করেছে। এছাড়া পরের বছরের মোহনবাগান রত্ন হবেন অঞ্জন মিত্র”।

এই প্রসঙ্গে ক্লাব সচিব সৃঞ্জয় বোস জানান, “আমাদের এই বছর মোহনবাগান দিবস হবে নেতাজী ইন্ডোরে। এই মাঠেই প্রতিবারের মতো খেলা হবে দুপুরে। অনুষ্ঠান নিয়ে এখনও ঠিক করা হয়নি সবকিছু নিয়ে। বাকি পুরস্কারগুলো নিয়ে ১১ জুলাই বৈঠক হবে কার্যকরী কমিটিতে । দেবাশিস দত্ত এই দুটো নাম প্রস্তাব রেখেছিলেন। সেখানেই সিদ্ধান্ত হয় স্বপন সাধন বোসকে এই বছর দেওয়া হবে এবং অঞ্জন মিত্রকে দেওয়া হবে পরের বছর। ১৯৮৯ সাল থেকে এখন পর্যন্ত টানা ক্লাবের সঙ্গে টুটু বোস। কার্যত একটা যুগ বলা যেতে পারে। তাঁকে যখন এই সম্মানে ভূষিত করা হচ্ছে সেটা অবশ্যই একটা বড় ব্যপার”।

মোহনবাগানের নতুন কমিটিকে ধন্যবাদ জানিয়ে টুটু বোস লিখেছেন, “আমি নবগঠিত কার্যকরী সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে মোহনবাগান রত্ন দেওয়ার জন্য। ১৯৯১ সাল থেকে আমার সাধ্যমত যেভাবে পেরেছি আমার মাতৃসম মোহনবাগান ক্লাবকে সেবা করে এসেছি। পুনর্জন্ম বলে যদি সত্যিই কিছু থাকে তাহলে সেই জন্মেও মোহনবাগানের সেবা করতে চাই”।

একসময় টুটু বোসদের হাত ধরেই মোহনবাগানে শুরু হয়েছিল এই মোহনবাগান রত্নের। সেই টুটু বোসের হাতেই এবার উঠবে মোহনবাগান রত্ন। এখন থেকেই শুরু হয়ে গেল তার তোড়জোড়।

spot_img

Related articles

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...