বর্ষা শুরু হতেই রাজ্য জুড়ে বাড়ছে মশাবাহিত রোগের প্রকোপ। তারই করুণ শিকার হল দমদমের এক স্কুলছাত্রী। শনিবার ভোরে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল ১৩ বছরের সারণী বন্দ্যোপাধ্যায়। মনজেন্দ্র দত্ত রোডের বাসিন্দা সারণী বৈদ্যনাথ গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল সারণী। প্রথমে তাকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, যথাযথ চিকিৎসার অভাবে তার ফুসফুসে জল জমে যায়। পরে তপসিয়ার একটি বৃহৎ বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। শনিবার ভোর ৫টা ৪৫ মিনিটে সারণীর মৃত্যু হয়।

ঘটনা নিয়ে মুখ খুলেছেন দমদম পুরসভার চেয়ারম্যান হরেন্দ্র সিং। তাঁর বক্তব্য, “আমরা নিয়মিতভাবে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছি। প্রাথমিকভাবে ওই এলাকায় মশার লার্ভা পাওয়া যায়নি। তবে পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁরা সম্প্রতি দিঘা সফরে গিয়েছিলেন। সারণী হয়তো সেখান থেকেই সংক্রমিত হয়েছে।”

স্বাস্থ্য ভবনের তথ্য অনুযায়ী, রাজ্যে বর্তমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দুই। কিন্তু একটি মৃত্যুতে যে আতঙ্ক ছড়িয়েছে, তা থামানো সহজ নয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত মশা দমন ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির দাবি তুলেছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে ডেঙ্গির মতো প্রাণঘাতী রোগ ঠেকাতে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও সচেতন ও সতর্ক থাকতে হবে। মশার জন্মস্থান ধ্বংস, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সময়মতো চিকিৎসাই পারে এই বিপদ ঠেকাতে।

আরও পড়ুন – ‘মে-ডে’ কল! ১৬৮ যাত্রী নিয়ে বেঙ্গালুরু নামল ইন্ডিগোর প্লেন

_

_

_

_

_

_
_
_
_
_