আর্থিক দুর্নীতির সঙ্গে নাম জড়াল টাটা (TATA) গোষ্ঠীর। তছরুপের পরিমাণ প্রায় ৮০০ কোটি টাকা! জানা গেছে মুম্বইয়ের নহভা শেভা বন্দরে একটি ড্রেজিং প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে জওহরলাল নেহেরু পোর্ট অথোরিটির এক কর্তার বিরুদ্ধে। তদন্ত শুরু করেছে সিবিআই (CBI)। সেই মামলাতেই টাটা গোষ্ঠীর প্রোজেক্ট ডিরেক্টর-সহ বেশ কয়েকটি সংস্থার কর্তা ও আধিকারিকদের নাম উঠে আসতেই চাঞ্চল্য ছড়িয়েকিছে।

কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা গেছে মুম্বই ও চেন্নাইয়ের ড্রেজিং ফার্মকে কাজের বরাত দেওয়া হয়েছিল। টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স (TCE) পরামর্শদাতা হিসাবে কাজ করেছিল। ২০১০ সালে এই বন্দরের ড্রেজিং নিয়ে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের আওতায় রিপোর্ট জমা করেছিল টাটা গোষ্ঠীর TCE। এই প্রকল্পেই প্রায় ৮০০ কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে ১৮ জুন অভিযোগ জমা পড়ে। ইতিমধ্যেই দিল্লি ও চেন্নাইয়ের ৫ জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু ডিজিটাল ডিভাইস বা যে আপনি করার পাশাপাশি নথি উদ্ধার করেছে সিবিআই। যদি এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে জিজ্ঞাসাবাদ করা বা গ্রেফতারির খবর নেই।

–

–


–


–
–

–
–
–

–

–

–

–

–
–
